• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

‘রাজপুত্র’ সৌভাগ্য নিয়ে আসছে আশারাফুলের ঘরে


প্রকাশিত: ৬:০৯ পিএম, ১১ জুন ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ২২৭ বার

 

প্রিয়া রহমান : ‘রাজপুত্র’ সৌভাগ্য নিয়ে আসছে আশারাফুলের ঘরে । নিষেধাজ্ঞার শেকল খোলার 2পরের মাসে আরেকটি খুশির উৎসবে মেতে উঠবেন মোহাম্মদ আশরাফুল। সেপ্টেম্বরে তার স্ত্রীর কোল জুড়ে আসছে ছেলে সন্তান। এই তথ্য নিশ্চিত করেছেন আশরাফুল এবং তার বাবা।

4ছেলে নাকি মেয়ে, সেটি আশরাফুল খোলাসা না করলেও তার বাবা আসন্ন নাতির ব্যাপারে চুপ থাকতে পারেননি। তিনি বলেন, ‘ইনশাল্লাহ নাতিই আসছে!’

বাবা হওয়ার অগ্রিম আনন্দে আত্মহারা আশরাফুল। এটাকে সুদিনের ইঙ্গিত হিসেবে দেখছেন তিনি, ‘ অবশ্যই ভালো লাগছে। প্রথম সন্তানের বাবা হওয়ার অনুভূতির তুলনা নেই। বাবা হচ্ছি, মাঠেও ফিরছি, এর চেয়ে আনন্দের আর কী হতে পারে! ’

3আশরাফুল গত বছর ১১ ডিসেম্বর অনিকা তাসলিমা অর্চিকে বিয়ে করেন। অর্চি ইতিমধ্যে অনার্স শেষ করেছেন।

আশরাফুল জানান, ক্রিকেট নিয়ে তার স্ত্রীর তেমন আগ্রহ নেই। তবে ক্রিকেটে ফিরতে ঠিকই স্বামীকে প্রেরণা দিয়ে গেছেন তিনি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিংয়ের অভিযোগে ২০১৩ সালে তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে এ বছরের ১৬ আগস্ট। আশরাফুল গত এপ্রিল থেকে পুরোদমে প্রাকটিস শুরু করেন।