• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

রাজনীতিতে গুগলি! ফখরুল বলছে- গুগলিতে বোল্ড আওয়ামী লীগ


প্রকাশিত: ১:৪৭ এএম, ১ আগস্ট ২৩ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৩২ বার

স্টাফ রিপোর্টার : এবার রাজনীতিতে গুগলি মারা শুরু হয়েছে। বিএনপি নেতা ফখরুল বলেছেন তাদের গুগলিতে বোল্ডআউট হয়েছে আওয়ামী লীগ।তার মতে, গত ২৮ ও ২৯ তারা গুগলি মেরেছেন। গুগলি মারা সম্পর্কে গতকাল সোমবারের সমাবেশ তিনি গরম করে দিয়েছেন। বিএনপি’র গুগলিতে আওয়ামী লীগ ‘বোল্ড আউট’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আওয়ামী লীগতো এটা বুঝতেই পারেনি।

বিএনপি মহাসচিব বলেন, সাকিব যেমন ব্যাট করে, বাহাতি স্পিন বল করে, আরেকটা বল আছে- গুগলি। ব্যাটসম্যান কিছু বোঝার আগে বোল্ড আউট। ২৮ ও ২৯ তারিখে বিএনপির গুগলিতে আওয়ামী লীগ বোল্ড আউট হয়েছে গেছে। আওয়ামী লীগ বুঝতেই পারেনি, কোনদিক থেকে বলটা এসেছে। লক্ষ লক্ষ মানুষ সমাবেশে এসেছে।
সোমবার (৩১ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত হয় বিএনপির জনসমাবেশ। দীর্ঘদিন পর সরকার পতনে এমন টানা আন্দোলনে বিএনপি। গেলো শনিবার ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে এই জনসমাবেশ। দুপুর থেকেই স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে সোহরাওয়ার্দী উদ্যান।

জনসমাবেশে বিএনপি নেতারা বলেন, জনগণের অধিকার আদায়ে এই সংগ্রাম। বিএনপির আন্দোলনে পুলিশ ও আওয়ামী কর্মীরা যেভাবে যৌথ পরিকল্পনায় হামলে পড়ে তাতে মনে হয় আওয়ামী লীগের সঙ্গে পাকিস্তানি হানাদারদের কোনও পার্থক্য নেই। আগামী দিনে জনগণ রাস্তায় থাকবে। বাধা এলে, প্রতিরোধের হুঁশিয়ারি সবার কণ্ঠে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, বিএনপির অবস্থান কর্মসূচিতে ভয়ে ভীত হয়ে সাঁজোয়া যান, সমস্ত গুন্ডাবাহিনী নিয়ে নিরস্ত্র জনগণের উপর গুলি চালিয়েছে জালিম সরকার। সরকার এত ভীত যে ১ হাজার ২০০ লোককে গ্রেফতার করেছে। গত রাতে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করেছে। গত ১৫ বছর এমন করে কি আটকাতে পেরেছে? গ্রেফতার করে এবার লাভ হবে না।

বিএনপি নেতা আমান উল্ল্যাহ আমান ও গয়েশ্বর চন্দ্রকে নিয়ে সরকার নাটক করছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, সবচেয়ে খারাপ কাজ যেটা করেছে…এ দেশে এটা কম হয়…গয়েশ্বর, যিনি মুক্তিযুদ্ধ করেছেন, তাকে পিটিয়ে মাটিতে ফেলে আবার পিটিয়েছে। আবার নাটক করেছে। খাওয়া দিয়ে ভিডিও করেছে। এতে কি গয়েশ্বর ছোট হয়েছেন? হননি। এতে আওয়ামী লীগ ছোট হয়েছে।

বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগ দুইবার প্রতারণার আশ্রয়ে কোনও নির্বাচন না করে জোর করে ক্ষমতায় টিকে আছে। দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না। দেশের মানুষ একসঙ্গে জেগে উঠেছে। দাবি একটাই, সরকারের পদত্যাগ। তিনি দাবি করেন, দেশে-বিদেশে তাদের (আওয়ামী লীগ সরকারের) সমর্থন নেই।সমাবেশ থেকে নতুন কোনো কর্মসূচির ঘোষণা দেওয়া হয়নি। সমমনা দল ও জোটগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন বিএনপি মহাসচিব।