• বৃহস্পতিবার , ৯ জানুয়ারী ২০২৫

রাজধানীর মিরপুর বেড়িবাঁধ ডাস্টবিনে মিলল নবজাতক


প্রকাশিত: ২:৩৪ এএম, ১২ মার্চ ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৫৬ বার

111 স্টাফ রিপোর্টার :  রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় একটি ডাস্টবিনে রাখা ব্যাগের ভেতর থেকে জীবিত এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ২টার দিকে তাকে উদ্ধার করা হয়। পরে ওই মেয়ে নবজাতককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

মিরপুর শাহ আলী থানার এসআই জহিরুল ইসলাম বলেন, বেড়িবাঁধের নবাবের ঘাট এলাকায় একটি ডাস্টবিনে ব্যাগের মধ্যে নবজাতকটিকে কে বা কারা ফেলে যায়। পরে শিশুটির কান্না শুনে পথচারিরা ডাস্টবিনের ভেতর তাকে দেখতে পায়। খবর পেয়ে দুপুর ২টার দিকে সেখান থেকে ওই নবজাতককে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।