• বুধবার , ৮ জানুয়ারী ২০২৫

রাজধানীতে ৬ বছরের শিশু ধর্ষিত


প্রকাশিত: ১:৫৭ এএম, ৮ জানুয়ারী ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৮১ বার

স্টাফ রিপোর্টার  :  ঢাকায় যাত্রাবাড়ীর কাজলা এলাকার উত্তরপাড়ায় ছয় বছরের এক শিশুকে cধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার এ ঘটনা ঘটেছে। ধর্ষণের অভিযোগে নাজিমউদ্দিন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শিল্পী আক্তার বলেন, উত্তরপাড়ার একটি বাসায় ওই শিশুর বাবা-মা ভাড়া থাকেন। শনিবার সকালে ওই বাড়ির পাশের একটি মাঠে শিশুটি খেলা করছিল। এ সময় নাজিমউদ্দিন শিশুটিকে কৌশলে নিজেদের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে পুলিশ নাজিমউদ্দিনকে আটক করে।

শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা যাত্রাবাড়ী থানায় মামলা করবেন বলে জানান এসআই।