• মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪

রাজধানীতে অবশেষে বন্ধ হচ্ছে সিটিং সার্ভিসের নামে চিটিংবাজি


প্রকাশিত: ৭:০২ পিএম, ৪ এপ্রিল ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৬০ বার

12স্টাফ রিপোর্টার  :  অবশেষে বন্ধ হচ্ছে সিটিং সার্ভিসের নামে চিটিংবাজি।রাজধানীতে আগামী ১৫ এপ্রিলের পর সিটিং, গেইটলক কিংবা স্পেশাল সার্ভিস 11নামে কোনো বাস চলতে পারবে না বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

মঙ্গলবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বিভিন্ন রুটের পরিবহন মালিক এবং পরিবহন কোম্পানির প্রতিনিধিদের নিয়ে সভার পর এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ এ ঘোষণা দেন।

তিনি বলেন, ঢাকা শহরে সিটিং-গেইটলক কিংবা স্পেশাল সার্ভিস নামে কোনো সার্ভিস চলতে পারবে না। প্রতিটি বাসকে রুট পারমিট অনুযায়ী চলতে হবে। এ সিদ্ধান্ত আগামী ১৫ এপ্রিল থেকে কার্যকর হবে।