• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

রাজকুমারী অব্রির মাগুরায় ঈদ ভ্রমণ-রোমাঞ্চিত সাকিব


প্রকাশিত: ৫:৫৩ পিএম, ১৪ সেপ্টেম্বর ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ২১৯ বার

এস রহমান : রাজকুমারী অব্রির মাগুরায় ঈদ ভ্রমণ নিয়ে এবার রোমাঞ্চিত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল 35হাসান।এবারই প্রথম অব্রি মাগুরা এলেন।এ যেন এলেন দেখলেন জয় করলেন কোটি ভক্তের সাকিবের বাংলাদেশী ফ্যানদের।
এর আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলার কারণে রোজার ঈদ করতে পারেননি বাড়িতে। মাঝে দুই দিনের জন্য বাংলাদেশে এলেও সাকিব আল হাসান ছিলেন ঢাকায়। কোরবানি ঈদ অবশ্য করেছেন জন্মস্থান মাগুরায়।

তা তো অনেকবারই করেছেন, তবে এবারের ঈদটা বাংলাদেশি অলরাউন্ডারের জন্য ছিল বিশেষ। একমাত্র মেয়ে রাজকুমারী অব্রিকে নিয়ে যে প্রথমবার বাড়িতে ঈদ করেছেন তিনি।স্বভাবতই ভীষণ রোমাঞ্চিত ছিলেন এই ঈদ নিয়ে। পরিবারের সদস্যরাও অপেক্ষায় ছিলেন দিনটির জন্য।

কোরবানির ঈদটা তাই তার জন্য ছিল বিশেষ। আনন্দময় সেই মুহূর্তটা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে ভাগাভাগি করে নিয়েছেন সাকিব সবার সঙ্গে। স্ত্রী শিশিরের সঙ্গে মেয়েকে কোলে নিয়ে হাস্যজ্জ্বল একটি ছবি পোস্ট করে সাকিব ক্যাপশনে লিখেছেন, ‘পুরো পরিবারের সঙ্গে আমার মেয়েকে নিয়ে মাগুরায় প্রথম দিন।

এটা আমাদের সবার জন্য বিশেষ এক মুহূর্ত।’ খুশির মুহূর্ত কতটা রঙিন, সেটা বাবা-মায়ের সঙ্গে ছোট্ট অব্রির ছবিই বলে দিচ্ছে।