• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

রাজকন্যা-আশরাফুল-অর্চির ঘরে


প্রকাশিত: ৪:৫৭ পিএম, ৫ সেপ্টেম্বর ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৩৩৯ বার

স্পোর্টস রিপোর্টার : রাজকন্যা এলো আশরাফুল-অর্চির ঘরে। কন্যা সন্তানের বাবা হলেন টেস্ট ক্রিকেটের অভিষেকে rajkonna-asraful-www.jatirkhantha.com.bdসর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। রোববার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসাপাতালে তার 1স্ত্রী 2আনিকা তাসনিম অর্চির কোলজুড়ে আসে এক ফুটফুটে কন্যা সন্তান। মা ও মেয়ে দু`জনেই সুস্থ আছেন।

মোহাম্মদ আশরাফুল নিজেই এ তথ্য নিশ্চিত করে মেয়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। রোববার বিকেল তিনটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় আশরাফুলের সন্তানসম্ভবা স্ত্রী অর্চিকে। স্কয়ার হাসপাতালের গাইনোকোলজিস্ট নারগিস ফাতেমার তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন আশরাফুলের সহধর্মিনী।

সার্বক্ষণিক স্ত্রীর পাশেই রয়েছেন আশরাফুল।গত বছরের জুলাইয়ের মাঝামাঝিতে 3আশরাফুল আর অর্চির পরিবারের সদস্যদের উপস্থিতিতে আংটি বদল হয়। আর সে বছর ১১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন আশরাফুল।