• রোববার , ২৪ নভেম্বর ২০২৪

টানা ৪৭ দিনের সফর-ক্লান্ত সাকিব আল হাসান


প্রকাশিত: ৪:৪২ এএম, ১৭ আগস্ট ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৪৭৭ বার

5নীপা খন্দকার  :  ছয় বছর পর সাকিব আল হাসানের হাত ধরে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর শিরোপা জয়।বাংলাদেশী এই অলরাউন্ডার এ সাফল্য ধরে রাখলেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সিপিএল খেলতে গিয়েও।
জ্যামাইকা তালাওয়াসকে শিরোপা এনে দেয়ার পথে সাকিব রাখলেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
11
কিন্তু টানা ৪৭ দিনের সফর তিনি বেশ ক্লান্ত। ফলে ১২ আগস্ট দেশে ফিরে সেই ক্লান্তি দূর করতেই সাবিক অবকাশ যাপনে গেলেন মালদ্বীপে।সঙ্গে নিলেন স্ত্রী উম্মে আহমেদ শিশির ও কন্যা আলায়না হাসান অউব্রেকে। দু’জনকে সঙ্গে নিয়ে সকিব তার ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেছেন।ক্যারিবিয়ান সুপার লিগে সাকিব ব্যাট হাতে ১৩ ম্যাচে করেন ১৬০ রান, যাতে রয়েছে একটি অর্ধশতক। আর বল হাতে নিয়েছেন ১২ উইকেট।

4এছাড়া এই ক্যারিবিয়ান লিগে নতুন একটি কীর্তি গড়লেন সাকিব। ঘরোয়া ও আন্তর্জাতিক মিলে টি ২০-তে এই মুহূর্তে স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট শিকারি হলেন তিনি। ২০৯ ম্যাচে তার সংগ্রহ ২৪২ উইকেট। এই মাইলফলকে স্পর্শে বাংলাদেশী বাঁ-হাতি পেছনে ফেললেন ক্যারিবীয় স্পিনার সুনীল নারাইনকে, তার সংগ্রহ ২৪১ উইকেট।