• রোববার , ২৪ নভেম্বর ২০২৪

রাউজানে ৫শ’ পরিবারের মাঝে গণস্বাস্থ্য’র খাদ্য সামগ্রী বিতরণ


প্রকাশিত: ৯:১৭ পিএম, ৮ জুলাই ২২ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ২৩১ বার

চট্টগ্রাম প্রতিনিধি : আজ শুক্রবার( ৮ জুলাই) বেলা ১১ টায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মাতৃভূমি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার কোয়েপাড়া গ্রামে স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলাকার পাঁচশত কর্মহীন অসহায় পরিবারের মাঝে কোরবানি ঈদ উপলক্ষ্যে গণস্বাস্থ্য কেন্দ্র কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরীর ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা বিগ্রেডিয়ার জেনারেল (অব:) শহীদুল্লাহ চৌধুরী, বিশেষ অতিথি ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, বিতরণে ব্যবস্থাপনায় সহযোগিতা করেন স্থানীয় কোয়েপাড়া সহৃদ সংঘ।

বিতরণ কালে উপস্থিত অতিথিগন বলেন, আসন্ন কোরবানি ঈদে দেশের ৩০ লাখ পরিবার ঈদের দিন ঠিকমত খেতে পারবেনা। কোয়েপাড়ার কৃতিসন্তান বাংলাদেশের গর্ব ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী সারাদেশে পাশাপাশি মাতৃভূমির মানুষের জন্য ঈদ খাদ্য সামগ্রী প্রেরন করেছেন। কর্মহীন অসহায় পরিবারের মানুষ যেন ঈদের ৩/৪ দিন পেট ভরে খেতে পারে।ঈদ উপলক্ষ্যে গণস্বাস্থ্য কেন্দ্র সারাদেশে ২০ হাজার কর্মহীন ও স্লিপ আয়ের পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেন।