• শুক্রবার , ১০ জানুয়ারী ২০২৫

রমনায় ককটেল আকৃতির বোমা বিস্ফোরণ


প্রকাশিত: ১:৩৬ পিএম, ২৯ অক্টোবর ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৭১ বার

স্টাফ রিপোর্টার :  রাজধানীর বড় মগবাজারের ডাক্তার গলির কাছে রেল লাইনের পাশের ডাস্টবিনে ময়লা সরানোর সময় বোমা বিস্ফোরণ ঘটেছে। mogbazer boma-www.jatirkhantha.com.bdপড়ে থাকা আরও ৪টি তাজা বোমা নিষ্ক্রিয় করতে বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ক্রাইম সিন ইউনিটের সদস্যরা পৌঁছেছে।রমনা মডেল থানার অফিসার ইনচার্জ মাইনুল ইসলাম অনলাইন দৈনিক জাতিরকন্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার সকাল ১০টার দিকে বিস্ফোরণের পর এলাকাবাসী আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দেয়। তবে ওসি জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, বিস্ফোরিত বস্তুটি ককটেল। তারপরও বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ডাক্তার গলির মাথায় ডাস্টবিনের পাশে কিছু ককটেলের সদৃশ বস্তু দেখা যায়। সেখান থেকেই কয়েকটি বিস্ফোরণ ঘটে। এরপরই   রমনা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা উদ্ধার করে। বর্তমানে পুরো এলাকাটি  ঘিরে রেখেছে পুলিশ।