• বুধবার , ২৭ নভেম্বর ২০২৪

রক্তপাত ছাড়া সরকারের টিকে থাকার পথ নেই: খালেদা জিয়া


প্রকাশিত: ৯:৫৩ পিএম, ২৬ এপ্রিল ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৩৯ বার

স্টাফ রিপোর্টার   :   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বর্তমান ভোটারবিহীন সরকার রক্তপাত ঘটানো ছাড়া 1তাদের টিকে থাকার অন্য কোনো পথ খোলা নেই।রাজধানীর কলাবাগানে বাসায় ঢুকে মার্কিন রাষ্ট্রদূতের সাবেক প্রটোকল কর্মকর্তা জুলহাস মান্নান এবং তার বন্ধু মাহবুব রাব্বী তনয়কে কুপিয়ে এবং কাশিমপুর কারাগারের সামনে সাবেক প্রধান কারারক্ষী রুস্তম আলীকে গুলি করে হত্যায় উদ্বেগ  ও নিন্দা প্রকাশ করে দেয়া বিবৃতিতে এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসন।

খালেদা জিয়া বলেন, কিছুদিন ধরে দেশব্যাপী বিভিন্ন ধর্ম সম্প্রদায় ও বিদেশি হত্যার ঘটনাগুলোতেও সরকার একের পর এক অপপ্রচার চালিয়েছে। বিরোধী দলের ওপর দোষ চাপানোর চেষ্টা করেছে।প্রকৃত ঘটনাকে ধামাচাপা দেয়া ও আসল অপরাধীদের আড়াল করতে সরকার এসব করছে বলে খালেদা জিয়া অভিযোগ করেন।প্রতিটি হত্যাকাণ্ডের দায় এই সরকারকেই নিতে হবে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন আরো বিপজ্জনক। দেশের মানুষ আতঙ্কে দিন যাপন করছে। ব্যাংকার, শিক্ষক, এনজিও কর্মী, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, ছাত্র, নারী, শিশু সহ অনেককেই রাষ্ট্রযন্ত্রের যথেচ্ছ ব্যবহারের কারণে জীবন দিতে হচ্ছে।