যৌন নিপীড়ক ধরার দাবীতে ছাত্রদের ডিএমপি কার্যালয় ঘেরাওয়ের জবাব লাথিতে-অতঃপর তদন্ত
কমিটির সভাপতি করা হয়েছে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) বেলালুর রহমানকে। কমিটির দুই সদস্য হলেন ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) কৃষ্ণ পদ রায় ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার আসমা সিদ্দিকা মিলি। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
আজ সোমবার ডিএমপি কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
পুলিশের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পুলিশের ওপর হামলার কারণে আন্দোলনকারীদের বিরুদ্ধে গৃহীত আইনানুগ ব্যবস্থা এবং পুলিশের গৃহীত পদক্ষেপ নিয়ে মিডিয়ায় বিরূপ সংবাদ পরিবেশিত হয়েছে, এর প্রেক্ষাপট যাচাইয়ে কমিটি গঠিত হয়েছে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলা নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুষ্কৃতকারী কর্তৃক নারী লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদে রোববার ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা ডিএমপি সদর দপ্তর ঘেরাও কর্মসূচিতে বাধা প্রদান সংক্রান্ত পুলিশের গৃহীত পদক্ষেপ নিয়ে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় বিরূপ সংবাদ পরিবেশিত হয়।
তাই সংশ্লিষ্ট ঘটনায় পুলিশি কার্যক্রম পর্যালোচনায়, ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এতগুলো ব্যারিকেড পার হয়ে মিন্টো রোডের স্পর্শকাতর মন্ত্রীপাড়ায় এসে রাস্তায় যানচলাচল বন্ধকরণের পাশাপাশি কর্তব্যরত পুলিশ সদস্য ও পুলিশের যানবাহনের ওপর হামলার প্রয়াস পেল সে বিষয়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের দায়-দায়িত্ব নিরূপণ, উল্লেখিত ঘটনায় রমনা বিভাগ কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল তা মূল্যায়ন, পুলিশের ওপর হামলার কারণে আন্দোলনকারীদের বিরুদ্ধে গৃহীত আইনানুগ ব্যবস্থা এবং পুলিশের গৃহীত পদক্ষেপ-যা নিয়ে বিভিন্ন মিডিয়ায় বিরূপ সংবাদ পরিবেশিত হয়েছে তার প্রেক্ষাপট যাচাইয়ের জন্য ওই কমিটি গঠন করা হয়েছে।’