• রোববার , ২৪ নভেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল


প্রকাশিত: ১২:০২ পিএম, ১০ অক্টোবর ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৮৪ বার

ডেস্ক রিপোর্টার :   যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় উত্তরাঞ্চলে ওয়াইন কাউন্টি এলাকায় ভয়াবহ দাবানলে কমপক্ষে ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া fire-california-www.jatirkhantha.com.bd-1গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনায় কমপক্ষে ১৫০০ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। আরও কয়েক হাজার বাড়ি দাবানলে হুমকির মধ্যে রয়েছে।
এ ছাড়া দাবানলে কিছু মানুষ আহত হয়েছেন এবং কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে এনবিসি সংবাদমাধ্যম এর এক প্রতিনিধি জানিয়েছেন।

দাবানলের আতঙ্কে হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত প্রায় ২০ হাজার মানুষ তাদের বাসস্থান ছেড়ে যেতে বাধ্য হয়েছে বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সোনোমা কাউন্টিতে, সেখানে সাতজন নিহত হয়েছে।এ ছাড়া নাপা কাউন্টিতে দুজন ও মেনডোসিনো কাউন্টিতে একজনের মৃত্যু হয়েছে।

এ তিন কাউন্টিসহ উত্তর ক্যালিফোর্নিয়ার সাত  ও দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন রাজ্যটির গভর্নর জেরি Wild Fire Burns Homes In Lake Hughes, Californiaব্রাউন। গত এক দশকের মধ্যে এ বছরই ক্যালিফোর্নিয়ায় দাবানলে সবচেয়ে বেশি মানুষ মারা গেলেন। রাজ্যটির ফায়ার সার্ভিস বিভাগ ক্যালফায়ার প্রাণহানির ঘটনাগুলো সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেনি।