• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

যানজট কমাতে পোশাক কারখানা ছুটি পর্যায়ক্রমে ২২ থেকে ২৫ জুন


প্রকাশিত: ১:১১ এএম, ১৯ জুন ১৭ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৯০ বার

স্টাফ রিপোর্টার :  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, রাস্তাঘাটে যানজটের চাপ কমাতে এবারো kamal-www.jatirkhantha.com.bdপোশাক শ্রমিকদের পর্যায়ক্রমে ২২ জুন থেকে ২৫ জুন পর্যন্ত ছুটি দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

রবিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘ঈদুল ফিতর উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা, গার্মেন্টস শ্রমিকদের কল্যাণ নিশ্চিত ও ঈদপূর্ব বেতন-ভাতাদি পরিশোধ, সড়ক-মহাসড়ক যানজটমুক্ত রাখা’ নিয়ে এক বৈঠকের পর তিনি এ কথা জানান। সভায় দেশের তৈরি পোশাক শিল্পমালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা উপস্থিত ছিলেন।

পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুর রহমান ও বিকেএমইএ সভাপতি সাংসদ সেলিম ওসমানসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।