যানজট কমাতে পোশাক কারখানা ছুটি পর্যায়ক্রমে ২২ থেকে ২৫ জুন
স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, রাস্তাঘাটে যানজটের চাপ কমাতে এবারো পোশাক শ্রমিকদের পর্যায়ক্রমে ২২ জুন থেকে ২৫ জুন পর্যন্ত ছুটি দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
রবিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘ঈদুল ফিতর উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা, গার্মেন্টস শ্রমিকদের কল্যাণ নিশ্চিত ও ঈদপূর্ব বেতন-ভাতাদি পরিশোধ, সড়ক-মহাসড়ক যানজটমুক্ত রাখা’ নিয়ে এক বৈঠকের পর তিনি এ কথা জানান। সভায় দেশের তৈরি পোশাক শিল্পমালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা উপস্থিত ছিলেন।
পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুর রহমান ও বিকেএমইএ সভাপতি সাংসদ সেলিম ওসমানসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।