• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

মেয়র মিষ্টি খাওয়ালেন হাসান সরকারকে


প্রকাশিত: ৩:১৭ পিএম, ৪ জুলাই ১৮ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১০৫ বার

গাজীপুর থেকে মোস্তফা কামাল প্রধান : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকারকে Hasan-jahangir-www.jatirkhantha.com.bd.11মিষ্টি খাওয়ালেন নবনির্বাচিত আওয়ামী লীগের মেয়র জাহাঙ্গীর আলম।বুধবার দুপুর একটার দিকে হাসান উদ্দিন সরকারের বাড়িতে গিয়ে তিনি এ সৌজন্য সাক্ষাৎ করেন নবনির্বাচিত মেয়র। এরপর দু’জনই একে অন্যের মুখে মিষ্টি তুলে দেন।

গত ২৬ জুন অনুষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম নৌকা প্রতীকে ৪ লাখ ১০ ভোট পেয়ে নির্বাচিত হন। অপরদিকে, তার তীব্র প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার পান এক লাখ ৯৭ হাজার ৬১১ ভোট।