• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

মৌসুমী-সানী’র ‘হারজিৎ’


প্রকাশিত: ৩:০২ পিএম, ২৪ সেপ্টেম্বর ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ২০০ বার

 

বিনোদন রিপোর্টার : সজল-মাহির পাশাপাশি ‘হারজিৎ’ ছবিতে জুটি হিসেবে দেখা যাবে ওমর সানী ও মৌসুমীকে। নব্বই 11দশকের আলোচিত এই জুটি আবার একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। অভিনয় করছেন বদিউল আলম খোকনের নির্দেশনায়। মৌসুমী বলেন, অনেক দিন পর সানীর সঙ্গে জুটি হলাম। বিদেশি ছবির অনুকরণ নয়, ‘হারজিৎ’ ছবিতে থাকছে স্বদেশি জীবনধারার চিত্র। যা আমাদের কাঁদাবে, হাসাবে, ভাবাবে- এক কথায় এটি পরিপূর্ণ বিনোদন দেবে দর্শকদের।

ওমর সানী বলেন, জুটি হিসেবে ‘হারজিৎ’ আমাদের ৪১তম ছবি। স্বামী-স্ত্রী চরিত্রে এতে অভিনয় করেছি আমরা। ছবিতে দর্শক আমাদের মতো চিরচেনা জুটিকে যেমন দেখার সুযোগ পাবেন, তেমনি প্রথমবার একসঙ্গে দেখতে পাবেন সজল ও মাহিকে। এর গল্পেও থাকছে ভিন্নতা। সব মিলিয়ে ছবিটি সবার ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।