• রোববার , ১৯ জানুয়ারী ২০২৫

মেসির বিশ্বকাপ রেকর্ড-এক গোলেই


প্রকাশিত: ২:৩৯ পিএম, ২৭ জুন ১৮ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৭৫ বার

এক গোলেই বিশ্বকাপের রেকর্ড বুকে মেসি!

স্পোর্টস রিপোর্টার : মেসির বিশ্বকাপ রেকর্ড-এক গোলেই; টানা দুই ম্যাচ গোলবিহীন থাকার পর রাশিয়া বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে প্রথম গোলের দেখা পেয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আর এই গোলের মধ্য দিয়ে ছোট্ট একটা রেকর্ড বুকে নাম লিখিয়েছেন বার্সেলোনা তারকা।গত রাতে ম্যাচের ১৪ মিনিটে মাঝমাঠ থেকে বানেগার অসাধারণ ক্রস থেকে বুক দিয়ে বল ঠেকিয়ে বাম পা দিয়ে বল মাটিতে নামান। এরপর ডান পায়ের জোড়ালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন মেসি।  আর রেকর্ড বুক বলছে এই গোলটি রাশিয়া বিশ্বকাপের শততম গোল।