• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

মেসিবিহীন-বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কায় আর্জেন্টিনা


প্রকাশিত: ১২:০০ পিএম, ২৯ মার্চ ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৪৬ বার

Mesi-www.jatirkhantha.com.bd

স্পোর্টস ডেস্ক রিপোর্টার :  বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচটিতে জয় পেলে বেশ ভাল অবস্থানে থাকবে আর্জেন্টিনা। কিন্তু তার আগেই ইনজুরি ও হলুদ কার্ড পাওয়া মূল দলের ৬ খেলোয়াড় বিশ্রামে। তারপরও ভরসার স্থান ছিল লিওনেল মেসি। কিন্তু ম্যাচ শুরুর ঠিক আগে হঠাৎ করে শোনা গেল নিষিদ্ধ করা হয়েছে মেসিকে। তাও বিশ্বকাপ বাছাই পর্বে চার ম্যাচের জন্য!

এরপর বলিভিয়ার কাছে আর্জেন্টিনার হেরে যাওয়ার বিষয়টি ছিল প্রায় নিশ্চিত। হয়েছেও তাই। পয়েন্ট তালিকার তলানিতে থাকা বলিভিয়ার কাছে ২-০ গোলে হেরে পঞ্চম অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। কিন্তু তার থেকে বড় ভয়ের বিষয় হল বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী আরো ৩ ম্যাচ খেলতে পারবেন না লিওনেল মেসি। ফলে বিশ্বকাপ বাছাই পর্ব থেকেই ছিটকে পরতে পারে গতবারের রানার্সআপ দলটি।

এবারের বিশ্বকাপ বাছাইয়ের পরিসংখ্যান অনুসারে দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছিল আর্জেন্টিনা। ৬ ম্যাচের ৫টিতে জয়। কিন্তু মেসিকে ছাড়া পরিসংখ্যানটি ভিন্ন। লিওনেল মেসিকে না নিয়ে আর্জেন্টিনার খেলা শেষ ৬ বিশ্বকাপ বাছাইয়ের একটিতেও জয় পায়নি দলটি। উল্টো হেরে গেছে দুটি ম্যাচ। সর্বশেষ মঙ্গলবার রাতে মেসিকে ছাড়া বলিভিয়ার কাছেও হেরে গেছে বার্সেলোনা। সুতরাং পরবর্তী তিন ম্যাচ তার দল হেরে গেলে বা ড্র করলে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্যায় থেকেই ছিটকে পড়বে আর্জেন্টিনা।

বিশ্বকাপ বাছাইয়ের ১৪ ম্যাচ শেষে আর্জেন্টিনার পয়েন্ট ২২। সমান সংখ্যক ম্যাচ খেলে ২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে উরুগুয়ে ও চিলি। ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে কলম্বিয়া। অন্যদিকে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল। সুতরাং বাছাই পর্বে টিকে থাকতে হলে জয় পেতে হবে আর্জেন্টিনাকে।

আগস্টের ৩১ তারিখে উরুগুয়ের বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। পেরুর কাছে ১৪তম ম্যাচ হেরে বাছাই পর্বে পিছিয়ে পড়ার শঙ্কায় আছে লুইস সুয়ারেজের দল। সুতরাং ১৫ত ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে জয়টা বেশ জরুরি উরুগুয়ের জন্য।