• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

মুস্তাফিজ কাটার জাদুতে এবার মুদ্ধ মুরালিধরন


প্রকাশিত: ২:১২ পিএম, ৩ মে ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৫১ বার

স্পোর্টস রিপোর্টার  :   বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে প্রশংসার বাণী এখনও চলছে। mustafij-www.jatirkhantha.com.bdএবার এই তালিকায় যোগ দিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার ও মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দ্রবাদের মেন্টর মুত্তিয়া মুরালিধরন।

ভারতের জনপ্রিয় দৈনিক টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মুরালিধরন বলেন, বোলিংয়ে মুস্তাফিজ একটা বিপ্লব সৃষ্টি করেছে। এটা শুধু বাংলাদেশ নয়, আইপিএলের চলতি সেশনেও। তাকে যথাযথ যত্ন নিতে পারলেও দীর্ঘদিন তিনি ক্রিকেটে রাজত্ব করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকারের আইপিএলের চলতি আসরে হায়দ্রবাদকে সেরা বোলিং অ্যাটাকিং দল দাবি করে কিংবদন্তি এই স্পিনার বলেন, আমাদের দলে আশিষ নেহেরা, মুস্তাফিজুর রহমান ও ভূবেনেশ্বর কুমারের মতো তারকা বোলার আছে। এই বোলিং শক্তি নিয়েই আমরা প্রতিপক্ষকে ঘায়েল করবো। আশা করি আমরা নক আউট পর্বে পৌঁছে যাব।