মুস্তাফিজের জাদুতে হাটু কাঁপছে বাঘা বাধা ক্রিকেটারদের
আসমা খন্দকার : এবারের আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েই ফিরবেন মুস্তাফিজ। ওর জাদুতে আইপিএলে সৃষ্ঠি হচ্ছে একের পর এক বিস্ময়। সৃষ্ঠি হচ্ছে প্রতিদিন নয়া ইতিহাস। মুস্তাফিজের বল খেলতে হাটু কাঁপছে বাঘা বাধা ক্রিকেটারদের।
ওর বলে আন্তর্জাতিক ব্যাটসম্যানরাই সংগ্রাম করে, আর ওখানে তো বেশির ভাগই স্থানীয় ব্যাটসম্যান! ওদের চিন্তাই করতে পারার কথা নয় মুস্তাফিজের বলে কী হয় কী না হয়। সে জন্যই বলি, ওর বল খেলার মতো ব্যাটসম্যান ওখানে কমই আছে।’
মুস্তাফিজ‘টক অব দ্য আইপিএল’ বলে যদি কিছু থাকে, সেটি এবার বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। পাঁচ ম্যাচে ৭ উইকেট বিরাট কিছু হয়তো নয়, তবে মুস্তাফিজের সামনে ব্যাটসম্যানদের অসহায় নাচানাচিটাও তো উপভোগ করার মতোই ব্যাপার! আইপিএলের মুস্তাফিজ তাই প্রতিদিনই ছড়াচ্ছেন বিস্ময়। মাশরাফি বিন মুর্তজা অবশ্য একটুও বিস্মিত নন।
বললেন, ‘ওদের কাছে মুস্তাফিজের এই পারফরম্যান্স চমক হতে পারে। তবে ও আইপিএলে যাওয়ার আগেই আমি বলেছিলাম, মুস্তাফিজ সর্বোচ্চ উইকেট পাবে অথবা সেরা তিনজনের মধ্যে থাকবে।’
এমন পূর্বানুমানের কারণটাও পরিষ্কার করলেন, ‘ওর বলে আন্তর্জাতিক ব্যাটসম্যানরাই সংগ্রাম করে, আর ওখানে তো বেশির ভাগই স্থানীয় ব্যাটসম্যান! ওদের চিন্তাই করতে পারার কথা নয় মুস্তাফিজের বলে কী হয় কী না হয়। সে জন্যই বলি, ওর বল খেলার মতো ব্যাটসম্যান ওখানে কমই আছে।’
মাশরাফির তো এমনও বিশ্বাস, ঠিকভাবে কাজে লাগাতে পারলে এবারের আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েই ফিরবেন মুস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নারও মনে হচ্ছে মুস্তাফিজকে কাজে লাগানোর কৌশলটা শিখে ফেলেছেন।
মাশরাফিরও তা চোখে পড়েছে, ‘আমরা ম্যাচের টার্নিং পয়েন্টগুলোতেই মুস্তাফিজকে বেশি ব্যবহার করি। ধরুন, বড় জুটি হয়ে যাচ্ছে, সে জুটি ভাঙতে মুস্তাফিজকে আনা। গত দু-তিনটি ম্যাচে দেখলাম, ওয়ার্নারও সেটা শুরু করেছে।’