• বুধবার , ২৭ নভেম্বর ২০২৪

মুস্তাফিজের আইপিএল মিশন-নেহরা ওস্তাদ মানলেন মুস্তাফিজকে


প্রকাশিত: ৪:৫২ এএম, ৭ এপ্রিল ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৯৯ বার

 

স্পোর্টস রিপোর্টার : মিশন আইপিএল, নেহরার প্রশংসা পেয়ে বেজায় খুশ মুস্তাফিজুর রহমান। 2ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকে দুর্দান্ত পারফরমেন্সেই ভাগ্য খুলেছিল মুস্তাফিজুরের। যে ছেলেটি গত বছর ঢাকার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ৫ লাখ বাংলাদেশি টাকায় আবাহনীর হয়ে খেলে মহাখুশি, সেই মুস্তাফিজুর এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ( আইপিএল) দল সানরাইজার্স হায়দারাবাদে বিক্রি হয়েছেন ১ কোটি ৪০ লাখ টাকায় ! দলটির মেন্টর ভি ভি এস লক্ষ্মণ মুস্তাফিজুরকে পেয়ে বেজায় খুশি।

1গত বছর ওয়ানডে ক্রিকেটে ৯ ম্যাচে ২৬ উইকেট, কেরিয়ারে প্রথম টি-২০ বিশ্বকাপে ৩ ম্যাচে ৯ উইকেট ! সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপেও মুস্তাফিজুরের পারফরমেন্স ছিল বেশ চোখে পড়ার মত। গত বছর তিনি জায়গা করে নিয়ে ছিলেন আইসিসি’র বর্ষসেরা ওয়ানডে দলে, বাদ পড়েননি, এবারের টুয়েন্টি-২০ বিশ্বকাপের সেরা একাদশ থেকেও। আপাতত, তাঁকে নিয়ে বাংলাদেশ সহ গোটা ক্রিকেট বিশ্বের প্রত্যাশা উর্দ্ধগামী।

অনেকটা আশা নিয়ে এবার তিনি ভারতে আইপিএল খেলতে আসছেন। আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর পূর্ন হতে না হতেই আইপিএল খেলার সুযোগ বাংলাদেশের ক্রিকেটে এখনও বেশ বিরল ঘটনা। তবে সে সব নিয়ে খুব একটা ভাবতে রাজি নন মুস্তাফিজুর স্বয়ং। মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে হায়দারাবাদের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে জানিয়ে গেলেন, আইপিএল নিয়ে আলাদা করে খুব বেশি কিছু ভাবছেন না তিনি।

তাঁর সোজা-সাপ্টা কথা‘‘এত ভাবাভাবির কী আছে ! আমি তো কিছুই ভাবি না। যাব, খেলব, বল করব।’’ সানরাইজ হায়দারাবাদের মেন্টর ভি ভি এস লক্ষন শুধু নন, নিলাম ঘরে মুস্তাফিজুরকে পেতে দলটির কোচ টম মুডিও ছিলেন উদগ্রীব। তবে টি-২০ বিশ্বকাপ চলাকালে লক্ষ্মণের সঙ্গে আলাদা করে কথা হয়নি মুস্তাফিজুরের। তবে, কথা বলেছেন টম মুডির সঙ্গে।
নেহরা ওস্তাদ মানলেন মুস্তাফিজকে

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আগামী ১২ এপ্রিল হোমটিম দল রয়েল লেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে সানরাইজার্স হায়দারাবাদ। এই চিন্নাস্বামী স্টেডিয়ামের মাঠ, উইকেটের সঙ্গে পরিচয় হয়ে গেছে মুস্তাফিজুরের।  সানরাইজার্স হায়দারাদের টিমমেট হিসেবে আশিস নেহেরাকে পাচ্ছেন মুস্তাফিজুর। তবে, জুনিয়র মুস্তাফিজুরের থেকে নতুন কিছু শেখার ইচ্ছা মিডিয়ার সামনেই প্রকাশ করেছেন নেহেরা।  নেহরার মতো অভিজ্ঞ পেস বোলারের মুখ থেকে এমন দরাজ সার্টিফিকেটে বেজায় খুশি  মুস্তাফিজুর। বলেছেন, ‘‘ আসলেই উনি বড় মাপের মানুষ।  আমারও  ওনার কাছ থেকে অনেক কিছু শেখার বাকি আছে। ’’  সানরাইজার্স হায়দারাবাদে ৭ জন বিদেশীর  মধ্যে তিনজন  মাত্র পেস বোলার।তারপরও নিয়মিত একাদশে সুযোগ পাওয়াটা ভাগ্যের উপর ছেড়ে দিয়েছেন মুস্তাফিজুর, তিনি বলেছেন, ‘‘ আমাদের ক্যাম্প হায়দারাবাদে হবে। ওখানে নেটে দেখে যদি কোচ মনে করেন আমাকে দরকার, তাহলে খেলার সুযোগ পাব। সুযোগ পেলে আমি আমার মতো বোলিং করবো।’

সাকিব ছাড়া আইপিএলে বাংলাদেশের কেউই বিশেষ পায়নি কদর। নিলামে ৬ লাখ ডলারে মাশরাফিকে কিনেও তেমন কদর দেয়নি কলকাতা নাইট রাইডার্স, ১ ম্যাচের বেশি খেলার সুযোগ পাননি সেখানে নড়াইল এক্সপ্রেস। আশরাফুল,রাজ্জাকদেরও এমন পরিনতি  হয়েছে। তামিমতো খেলার সুযোগই পাননি।

সানরাইজার্স হায়দারাবাদেও যদি উপেক্ষার শিকার হন মুস্তাফিজুর ?  এসব শঙ্কা মাথায় আনছেন না মুস্তাফিজুর। তাঁর কথায় ‘‘ বাংলাদেশের কে আইপিএলএ কোন ম্যাচ খেলেছে, তা বলতে পারব না। আমার বেলায় নেগেটিভ কিছু হবে, এমনটা আগে মাথায় আনা ঠিক হবে না।’’ এই প্রথম দেশের বাইরে কোথাও গেলেন একা। টিমমেটদের সবার নজরে থাকতে অভ্যস্ত মুস্তাফিজুর সানরাইজার্স হায়দারাবাদে পাচ্ছেন না কোন বাংলাদেশি সতীর্থকে। আপাতত, সেটাই একমাত্র চিন্তার বিষয়  মুস্তাফিজুরের। আগামী ১৬ এপ্রিল হায়দারাবাদে সাকিবের দল

কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে মুস্তাফিজুরের সানরাইজার্স হায়দারাবাদ। সে দিনটার জন্য অপেক্ষায় থাকছেন মুস্তাফিজুর। বাংলাদেশ দলের সেই বোলিং কোচ হিথ স্ট্রিক আইপিএলের দল গুজরাট লায়ন্সের বোলিং কোচ। আইপিএল চলাকালে হিথ স্ট্রিকের নির্দেশনা,পরামর্শের দিকে তাকিয়ে আছেন মুস্তাফিজুর।