• রোববার , ২৪ নভেম্বর ২০২৪

‘মুস্তাফিজকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয়ে থাকেন’


প্রকাশিত: ৫:৪৭ পিএম, ৩১ মে ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৮৭ বার

বিশেষ প্রতিনিধি   :   জাতীয় ক্রিকেট দলের বিস্ময় বোলার মুস্তাফিজুর রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয়ে থাকেন। কেননা বেশি বেশি pm-Mustafij-www.jatirkhantha.com.bdক্রিকেট খেললে ইনজুরিতে পড়তে পারেন এ কাটার মাস্টার।মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।

মুস্তাফিজকে সাবধানে খেলার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাশরাফিকে নিয়ে আমাদের ভয় ছিল। মাশরাফির অনেক বার ইনজুরি হয়েছিল। বেশি বেশি ক্রিকেট খেললে মুস্তাফিজও ইনজুরিতে পড়তে পারে। তাছাড়া ওর রহস্যও সবাই জেনে যাবে। তাহলে ওর কাছ থেকে আমরা আর ভালো বোলিং দেখতে পারবো না। সভায় মুস্তাফিজকে নিয়ে গর্ব প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ফাস্ট বোলার মুস্তাফিজকে নিয়ে একটি ভিডিও প্রদর্শন করা হয়।