• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

মুমিনুল-মাহমুদুল্লাহ’র ভরসায় বাংলাদেশ


প্রকাশিত: ৫:২৫ পিএম, ৩০ সেপ্টেম্বর ১৭ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৯১ বার

স্পোর্টস ডেস্ক রিপোর্টার :  দক্ষিণ আফ্রিকায় মুমিনুল-মাহমুদুল্লাহ’র ভরসায় এখন বাংলাদেশ। মুমিনুল প্রস্তুতি ম্যাচের muminul-www.jatirkhantha.com.bd.2প্রথম ইনিংসে খেলেছিলেন ৬৮ রানের দুর্দান্ত ইনিংস। পরের ইনিংসেও ৩৩ রান করেছিলেন । সেই ধারাবাহিকতা ধরে রাখলেন পচেফস্ট্রম টেস্টেও। দলের বিপর্যয়ের মুহূর্তে তুলে নিয়েছেন লড়াকু ফিফটি। স্পিনার কেশব মহারাজকে মিড অন দিয়ে ৪ হাঁকিয়ে এ ফিফটি হাঁকান তিনি। এটি তার ক্যারিয়ারের ১২তম টেস্ট ফিফটি।

এখনো চোয়ালবদ্ধ হয়ে লড়ে যাচ্ছেন মুমিনুল। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তাদের ব্যাটে লড়ছে বাংলাদেশও। শেষ খবর পর্যন্ত ৬৩ ওভারে ৪ উইকেটে ২২৭ রান করেছে বাংলাদেশ। মুমিনুল ৭৭ ও মাহমুদুল্লাহ ৩০ রান নিয়ে ক্রিজে রয়েছেন।
muminul-www.jatirkhantha.com.bd
আগের দিনের ১২৭ রান নিয়ে ব্যাট করতে নামেন মুমিনুল ও তামিম। শুরুটা বেশ সতর্কতার সঙ্গেই করেন তারা। খেলতে থাকেন দারুণ আস্থার সঙ্গে। রাবাদা-মরকেলের গতি ও বাউন্সের সামনে ছিলেন অবিচল। তবে হঠাৎই ছন্দপতন ঘটে তামিমের ব্যাটে।

রাবাদা-মরকেলের রিভার্স সুইং, বাউন্স দক্ষতার সঙ্গে সামলালেও ফেলুকওয়ায়োর বাজে বলে গ্ল্যান্স করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। তা দারুণ ক্ষিপ্রতায় ধরেন কুইন্টন ডি কক। ফেরার আগে ৬ চার ও ১ ছক্কায় ৩৯ রান করেন বাংলাদেশ ড্যাশিং ওপেনার। আগের দিন ৩ উইকেটে ৪৯৬ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।