মি. ফিজ কে ফিউজ করে দেয়া হচ্ছে নাতো?
স্পোর্টস রিপোর্টার : নিউজিল্যান্ডে টাইগারদের সঙ্গে ঠিক যেন মিলছে না। নানা গরবড় হচ্ছে? কথা হচ্ছে মোস্তাফিজকে নিয়েও। অভিযোগ উঠেছে, মি. ফিজ কে ফিউজ করে দেয়া হচ্ছে নাতো? ইনজুরির কারণে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন পেসার মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামেন মোস্তাফিজ। ৬২ রানে নেন ২ উইকেট। হতাশা তো বটেই?? দ্বিতীয় ওয়ানডেতে বিশ্রাম দেয়া হয় তাকে। তবে শেষ ওয়ানডেতে আবারও মাঠে নামেন এ কাটার মাস্টার। ৩২ রানে নেন ২ উইকেট। এরপর দুই টি২০তে টানা বল করেন। প্রথমটিতে ১টি উইকেট পেলেও দ্বিতীয়টিতে থাকেন উইকেটশূন্য। শেষ টি২০তে এসে আবারও দলে বাইরে মোস্তাফিজ।
তাকে কেন দলে রাখা হয়নি এনিয়ে অনেক জল্পনা-কল্পনা চলছে। এ বিষয়ে মুখ খুলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। রোববার যমুনা টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে পাপন জানান, মোস্তাফিজ খেলুক এটা অনেকেই চান না। ইনজুরি নিয়ে কোনো সমস্যা নেই বলেও জানান তিনি।
পাপন জানান, কাঁধে আগে যেখানে অস্ত্রপচার করা হয়েছিল সেখানে কোনো সমস্যা নেই। তবে পাঁজরে হালকা ব্যথা রয়েছে মোস্তাফিজের। এছাড়া দলে অনেক সমস্যা রয়েছে বলেও জানান বিসিবি সভাপতি।