• রোববার , ২৪ নভেম্বর ২০২৪

মিয়ানমার এয়ারপোর্টে বন্দুকধারীর গুলিতে মুসলিম আইনজীবী নিহত


প্রকাশিত: ১২:২৪ এএম, ৩০ জানুয়ারী ১৭ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৫৬ বার

ব্যাংককক পোস্ট অনলাইন ডেস্ক রিপোর্টার  :  মিয়ারমারের ইয়াঙ্গুন এয়ারপোর্টে বন্দুকধারীর গুলিতে mmসরকারি দলের এক মুসলিম আইনজীবী নিহত হয়েছেন। রবিবার ইন্দোনেশিয়া থেকে সরকারি সফর শেষে ফেরার পর এয়ারপোর্টে হামলার শিকার হন কো নি নামের ওই আইনজীবী।

পুলিশ জানায়, রবিবার স্থানীয় সময় বিকাল ৫টায় এক বন্দুকধারী তার উপর গুলি চালায়। তার সহকারী স্যান নাইং বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তারা আমার বসকে গুলি করেছে। তিনি মারা গেছেন।’ইতোমধ্যে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। তবে এখনো হত্যার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি। কো নি দেশটির সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উল্লেখযোগ্য নেতা ছিলেন।

এই হত্যাকাণ্ডের ফলে দেশটিতে চলা সাম্প্রদায়িক সহিংসতা আরো উস্কে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পুলিশ জানায় মান্দালে থেকে এক মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে।
কো নি, মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির দলের উপদেষ্টা হিসেবে নিয়োজিত ছিলেন।