• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

মিশরে দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ৪৫ তম মহান স্বাধীনতা দিবস পালিত


প্রকাশিত: ১০:০৩ পিএম, ৩০ মার্চ ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ২১৯ বার

 

কায়রো, মিশর থেকে ইউ. এইচ. খান  :    আফ্রিকার দেশ মিশরে পালিত হয়েছে ৪৫তম মহান misor-2স্বাধীনতা ও জাতীয় দিবস। মিশররের রাজধানী কায়রোতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। জাতীয় পতাকা উত্তোলন করেন মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম ওয়াহিদুর রহমান।
বিকাল ৫ টায় কায়রোর জামালিকের পাচতারকা হোটেল সোফিটেল-এ মূল অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশরের বৈদেশিক স্বম্পর্ক বিষয়ক প্রতিমন্ত্রী ও এশিয়া সম্পর্ক বিভাগের প্রধান জনাব ইয়াসির মুরাদ। এছাড়া বিভিন্ন দেশের কূটনৈতিক কোরের কর্মকর্তা, ব্যাবসায়ী, সাংবাদিক ও মিশরের কূটনৈতিক মহলের বিভিন্ন লোকজন।
misor-1
প্রায় দুইশত অতিথির উপস্থিতিতে প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও মহান স্বাধীনতার শহীদদের প্রতি বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বক্তব্যে বাংলাদেশের রাষ্ট্রদূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কথা বিশেষ ভাবে আলোকপাত করেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার “সোনার বাংলা” ও “ভিশন ২০২১” সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।
তিনি আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বে বাংলাদেশ পরিকল্পনা অনুযায়ী দ্রুতই উচ্চ আয়ের দেশে পরিনত হবে। প্রধান অতিথির বক্তব্যে মিশরের প্রতিমন্ত্রী ইয়াসির মুরাদ বাংলাদেশের সাথে অতীতের সু-সম্পর্ক এর কথা স্বরন করিয়ে ভবিষ্যতে কূটনৈতিক ও ব্যাবসায়ীক সম্পর্ক আরো বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে এক নৈশভোজ অনুষ্ঠিত হয়। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মিশরের সর্বাধিক প্রচারিত ইংরেজী দৈনিক পত্রিকা দ্যা ইজিপশিয়ান গ্যাজেট চার পাতার রঙ্গিন বিশেষ সংখ্যা প্রকাশিত হয়। যা প্রবাসী বাঙ্গালীদের মাঝে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। এছাড়া মিশরের প্রায় সকল জাতীয়্ দৈনিকে বিশেষ সংবাদ ও বাংলাদেশের স্বাধীনতা নিয়ে আলোচনা প্রকাশিত হয়েছে।