মিরাজ ঝড় হায়দারাবাদে-এবার পূজারাকে ফেরালেন
স্পোর্টস রিপোর্টার : হায়দরাবাদ টেস্টে ভারত শিবিরে দ্বিতীয় আঘাত এনেছেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। দারুণ খেলতে থাকা চেতেশ্বর পূজারাকে মুশফিকের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন মিরাজ। পূজারা ৮৩ রান করেন।
বৃহস্পতিবার শুরু হওয়া ঐতিহাসিক টেস্টে টস হেরে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ। ভারতের ওপেনার লোকেশ রাহুলকে ইনিংসের চতুর্থ বলেই বোল্ড করে শুভ সূচনা এনে দেন পেসার তাসকিন আহমেদ।
দলীয় ও ব্যক্তিগত ২ রানের মাথায় সাজঘরে ফেরেন রাহুল। এরপর দলের হাল ধরেন মুরালি বিজয় ও চেতেশ্বর পূজারা। তাদের জুটি শুরুর ধাক্কা সামাল দিয়ে ভারতকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নেয়। তাদের জুটিতে আসে ১৭৮ রান।
শেষ খবর পাওয়া পর্যন্ত ২ উইকেট হারিয়ে ১৯৩ রান করেছে ভারত। কোহলি ৮ এবং বিজয় ৯৪ রান নিয়ে ব্যাট করছেন।
বাংলাদেশ একাদশ: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বী এবং তাইজুল ইসলাম।
ভারত একাদশ: মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার এবং উমেশ যাদব।