• সোমবার , ১৭ মার্চ ২০২৫

মিরাজ ঝড়ে ইংল্যান্ডের ৬ উইকেট খতম


প্রকাশিত: ৫:১৬ পিএম, ২০ অক্টোবর ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৬৩ বার

স্পোর্টস রিপোর্টার   :  মিরাজ ঝড়ে ইংল্যান্ডের ৬ উইকেট খতম হয়েছে।  হাফসেঞ্চুরি পাওয়া মঈন আলির উইকেটটিও 1তুলে নিয়েছেন মেহেদি হাসান মিরাজ। অভিষেক টেস্ট ইনিংসে এটি তার চতুর্থ শিকার।

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্টের প্রথম দিনে ৬৮ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রান করেছে ইংল্যান্ড।

মিরাজের স্পিনে পরাস্ত হয়ে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে ধরা পড়ার আগে ৬৮ রান করেছিলেন মঈন।

ম্যাচে শুধু মঈন আলীর আউট নিয়ে তিনবার রিভিউ করেছে দুই দল। এর মধ্যে বাংলাদেশের আউটের দুটি রিভিউ সঠিক নয় হিসেবে বিবেচিত হয় এবং ইংল্যান্ডের করা রিভিউটি সঠিক বলে বিবেচিত হয়। ৫ উইকেট হারানোর পরে জনি বেয়ারস্টোকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন মঈন আলি। বেয়ারস্টো ৩৮ রান করে উইকেটে আছেন এখনো।

উইকেটে স্পিনারদের রাজত্ব চলছে। অভিষিক্ত মেহেদি হাসান মিরাজ ৪টি ও সাকিব আল হাসান ২টি উইকেট নিয়েছেন।