• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

মিরাজের ঘূর্ণিতে ঢাকা ডায়নামাইটস আতংকে..


প্রকাশিত: ৮:৪৮ পিএম, ১১ নভেম্বর ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৫০ বার

 

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে রাজশাহী কিংসের বিপক্ষে টস হেরে ব্যাট করছে ঢাকা mডায়নামাইটস। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ৮ ওভার ৪ উইকেটে ৪৩ রান। শুক্রবার সন্ধ্যায় মিরপুরে দিনের দ্বিতীয় ম্যাচে টসে জয়লাভ করেন রাজশাহীর অধিনায়ক ড্যারেন সামি।

তিনি প্রথমে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসকে ব্যাট করার আমন্ত্রণ জানান।ব্যাট করতে নেমে দলীয় ১৩ রানে মিরাজের বলে সরাসরি বোল্ড হন সাঙ্গাকারা। তিনি মাত্র ২ রান করেন। এরপর মাহেলা জয়াবর্ধনের সঙ্গে ৩০ রানের জুটি গড়েন মেহেদী মারুফ।

তবে সামত প্যাটেলের এক ওভারেই খেলার মোড় ঘুরে যায়। প্যাটেল এক ওভারেই মারুফ ও জয়াবর্ধনেকে ফিরিয়ে দেন প্যাটেল। মারুফ ২৫ এবং মাহেলা ১১ রান করেন।পরের ওভারেই সাকিবকে স্ট্যাম্পিং করে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন মিরাজ। সাকিব কোনো রান করতে পারেননি।