• সোমবার , ২৫ নভেম্বর ২০২৪

মিডিয়ার চাপে কপাল খুলল মুমিনুলের


প্রকাশিত: ৭:৩৯ পিএম, ২০ আগস্ট ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৭৩ বার

স্পোর্টস রিপোর্টার :  মিডিয়ার চাপে এবং আলোচনা-সমালোচনার ভেতর মুমিনুল হককে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টে অবশেষে muminul-www.jatirkhantha.com.bdদলে ডাকা হয়েছে।  মুমিনুলকে দলে ঢোকাতে বাদ দেয়া হয়েছে মোসাদ্দেক হোসেনকে। কিছুদিন আগে চোখে আঘাত পাওয়ায় মোসাদ্দেক ‘অসুস্থ’।

মুমিনুল শততম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে না খেললেও টেস্টের জন্য সব সময় তাকে নির্ভরযোগ্য মনে করা হয়। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন দিনের ম্যাচেও ৭২ রান করে সেই প্রমাণ রেখেছিলেন। কিন্তু গতকাল দল ঘোষণার সময় তাকে বাইরে রাখা হয়। এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে দেশের ক্রীড়াঙ্গন।

মুমিনুলকে শেষ পর্যন্ত মূলত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ইচ্ছায়ই দলে নেয়া হয়েছে। নাজমুল হাসান রোববার বিসিবিতে এসে নির্বাচক এবং কোচের সঙ্গে বৈঠকে বসেন। তারপর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, মুমিনুলকে নেয়া হচ্ছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘মুনিুলের মতো প্লেয়ার নেই। সে থাকবে না এটা সবার দেখতেই খারাপ লাগে। এই বিতর্কে যাব কেন?’