• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

মিটফোর্ডে ২৩ ডাক্তার ১০ নার্স করোনায়


প্রকাশিত: ৭:২৩ পিএম, ২০ এপ্রিল ২০ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৩৯ বার


মেডিকেল রিপোর্টার : মিটফোর্ড হাসপাতালের ২৩ চিকিৎসক, ১০ নার্স ও ৯ জন স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এমন অবস্থায় হাসপাতাল লকডাউন করা হবে কিনা জানতে চেয়ে স্বাস্থ্য অধিদফতরে চিঠি পাঠিয়েছে কতৃপক্ষ।হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মোহাম্মদ রশিদ উন নবী জাতিরকন্ঠ কে জানান, এ পর্যন্ত ২৩ জন চিকিৎসক, ১০ জন নার্স এবং ৯ জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে হাসপাতালটি বন্ধ করা না হলে আক্রান্তের সংখ্যা আরো বেড়ে যেতে পারে। পরিচালক জানান, যার কারণে হাসপাতালটি লক ডাউন করার জন্যে স্বাস্থ্য অধিদফতরকে একটি চিঠি দেয়া হয়েছে।

এদিকে, আজ সোমবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা জানান, দেশে গত ২৪ ঘন্টায় রেকর্ড ৪৯২ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে আরো ১০ জনের। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০১ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা হয়েছে দুই হাজার ৯৪৮ জন।তিনি আরো জানান, করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন আরও ১০ জন। এ নিয়ে মোট ৮৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।