• শনিবার , ৪ জানুয়ারী ২০২৫

মা-মেয়েকে বেঁধে রাজধানীর তেজগাঁওয়ে বাসায় দুর্ধর্ষ ডাকাতি


প্রকাশিত: ১২:৪৭ এএম, ১৯ জুলাই ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ২৫৪ বার

 

স্টাফ রিপোর্টার : রাজধানীর তেজগাঁও এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যায় 1ডাকাত দলের সদস্যর বাসায় ঢুকে অস্ত্রের মুখে মা ও মেয়েকে জিম্মি করা হয়। এরপর তাদেরকে এক রুমে বেঁধে রেখে আলমারির তালা ভেঙে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। সংবাদ পেয়ে স্থানীয়রা ডাকাত ধরার জন্য পুরো বাসাটি ঘিরে ফেললেও কাউকে আটক করতে পারে তারা।

তেজগাঁও থানার পুলিশ জানায়, আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তেজগাঁওয়ের শাহীনবাগে পাঁচ তলা ভবনের দুই তলার বাসায় সাত আটজন যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করে।এ সময় বাসায় ছিলেন মা ও মেয়ে। যুবকেরা অস্ত্রের মুখে তাদের হাত পা বেঁধে একটি কক্ষে নিয়ে আটকে রেখে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।

এ ব্যাপারে তেজগাঁও থানায় যোগাযোগ করা হলে, থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে ওসি স্যারসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ আছেন। ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।