• সোমবার , ২৭ জানুয়ারী ২০২৫

মা জিতেছে ফল দিচ্ছেনা-জাহাঙ্গীর


প্রকাশিত: ১২:৫২ এএম, ২৬ মে ২৩ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৫১ বার

বিশেষ প্রতিনিধি/গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ফলাফলের দিকে চোখ সারা দেশের মানুষের। নির্বাচনে মোট কেন্দ্র ৪৮০টি। এর মধ্যে ৪২৬ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৫০০ ভোট। স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৭০০ ভোট। স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনূর ইসলাম হাতি প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৩২৫।
ওদিকে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম দাবি করেছেন, তিনি সব কেন্দ্রে খোঁজ নিয়ে জেনেছেন, তার মা জায়েদা খাতুন জিতে গেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামের সামনে সাংবাদিকদের কাছে এই দাবি করেন জাহাঙ্গীর আলম।

নির্বাচনে জাহাঙ্গীর আলমের প্রার্থিতা বাতিল হলেও ভোটের মাঠে স্বতন্ত্র প্রার্থী হয়ে টেবিল ঘড়ি প্রতীক নিয়ে লড়ছেন তার মা জায়েদা খাতুন। ফল ঘোষণায় দেখা যাচ্ছে, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আজমত উল্লা খানের সঙ্গে জায়েদা খাতুনের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। জাহাঙ্গীর আলম বলেন, আমার মা জিতে গেছে, আমি সব সেন্টারে খোঁজ নিয়েছি।ভোট গণনা দেরি হচ্ছে অভিযোগ তুলে জাহাঙ্গীর বলেন, ‘সেন্টার থেকে খবর পেয়ে আমি রিটার্নিং কর্মকর্তার কাছে এসেছি। কেন তিনি দেরি করছেন, তাড়াতাড়ি যেন রেজাল্ট দিয়ে দেন।

এর আগে আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে গাজীপুর সিটি করপোরেশনের ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনা। কিন্তু মাঝপথে গণনা দেরি করায় সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন জাহাঙ্গীর।জাহাঙ্গীর বলেন, ইভিএমে ভোট হয়েছে। সিসি ক্যামেরা এখানে ছিল। এই ভোটের রেজাল্ট যেন কোনো এক ব্যক্তিকে জয়লাভ করানোর জন্য চেন্স না করা হয়।তিনি আরও বলেন, কোনো এক ব্যক্তিকে চুরির সুবিধা দেওয়ার জন্য যেন আমাদের গাজীপুরে লক্ষ লক্ষ মানুষ যে রায় দিয়েছে, সেটা যেন কোনোভাবে পরিবর্তন না করা হয়।
এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নির্বাচন কমিশনের সহযোগিতা চান জাহাঙ্গীর। স্বচ্ছভাবে ভোট গণনা হলে তার মা জায়েদা খাতুন বিপুল ভোটে জয়ী হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন জাহাঙ্গীর।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টায় শেষ হয় ভোটগ্রহণ।
বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে ৫৭ নম্বর ওয়ার্ডে টঙ্গীর আরিচপুর মসজিদ রোডের দারুস সালাম মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান।

ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, জনগণের ভালোবাসা থেকে আমি বলতে পারি, জয়-পরাজয় আল্লাহ কর্তৃক নির্ধারিত। আমি বিশ্বাস করি, ফয়সালা আসমান থেকে হয়। আল্লাহ যা চান তা জনগণের মাধ্যমে প্রকাশ করবেন।

আজমত উল্লা খান বলেন, উৎসবমুখর পরিবেশে সকাল থেকে মানুষ ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়েছে। সুতরাং একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন গাজীপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটের যে কোনো ফলাফল অবশ্যই মেনে নেব। আমি একজন রাজনৈতিক কর্মী, বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। সবসময় জনগণের অপিনিয়নের প্রতি আমি শ্রদ্ধা দেখিয়ে আসছি। আজ জনগণ যাকে নির্বাচিত করবে, আমি সেটা অবশ্যই মেনে নেব। আমি রাজনৈতিক কর্মী হিসেবে সব সময় জনগণের সঙ্গে ছিলাম।

সকাল ১০টার পর কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। ওই সময় তার ছেলে জাহাঙ্গীর আলমও ভোট দেন।ভোট দেওয়ার পর জায়েদা খাতুন বলেন, বিভিন্ন কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো, সুষ্ঠু ভোট হলে নির্বাচনী ফলাফল যাই হোক তা মেনে নেব। এদিকে গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে গাজীপুর সিটির ভোট সিসিটিভিতে মনিটরিং করে দুজনকে আটকের নির্দেশনা দেয় ইসি।