• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

মাহিরার বোম্ববাস্টিং কথায় শাহরুখের মাথায় হাত!


প্রকাশিত: ৯:০১ পিএম, ২৭ জানুয়ারী ১৭ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ২১৫ বার

mahira-sharuk-www.jatirkhantha.com.bvdবিনোদন রিপোর্টার : মাহিরার বোম্ববাস্টিং কথায় এবার বলিউড বাদশার শাহরুখের মাথায় হাত! বলিউড বাদশা শাহরুখ খানের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন পাক অভিনেত্রী মাহিরা খান। সিনেমার নাম ‘রইস’। বুধবার পাকিস্তান বাদে পুরো বিশ্বে মুক্তি পেয়েছে এই জুটির প্রথম সিনেমা। আর এই প্রথম সিনেমাতেই নাকি শাহরুখ খান নায়িকা মাহিরা খানকে নষ্ট করেছেন। এমন বিস্ফোরক কথা বলেছেন নায়িকা নিজেই। খবর আনন্দবাজারের।

সম্প্রতি এক সাক্ষাত্কারে তার শুটিং পর্বের কাহিনি নিয়ে খোলামেলা আলোচনা করেছেন এ অভিনেত্রী। শেয়ার করেছেন শাহরুখ খানের সঙ্গে তার ম্যাজিক্যাল মোমেন্টের কথাও। মাহিরা বলেন, আমাদের মধ্যে অনেক কথাবার্তা হত। আমরা প্রচুর মজা করতাম। এমন বুদ্ধিমান কোনো মানুষের সঙ্গে কথা বলাই তো দারুণ ব্যাপার। শুধু ফিল্ম নয়, তার বাইরেও নানা বিষয় নিয়ে কথা হত। আমি সব সময়ই ওর বড় ভক্ত।

শাহরুখের এত প্রশংসা পরেই মাহিরার দাবি, শাহরুখের মধ্যে ম্যাজিক রয়েছে। এ জীবনের মতো ও আমাকে নষ্ট করে দিয়েছে। মাহিরার এই বক্তব্যে বি-টাউনের একটা বড় অংশ অবশ্য মনে করছেন, এ নিছকই মজা করে বলেছেন নায়িকা। তার এই কথার মধ্যে অন্য মানে খোঁজার কোনো মানে নেই।