• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

মাষ্টারমাইন্ডদের নৈরাজ্যে কঠোর ব্যবস্থা


প্রকাশিত: ৮:১১ পিএম, ৯ অক্টোবর ১৮ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৪৩ বার

বিশেষ প্রতিনিধি : কাল বুধবার বহুল আলোচিত গ্রেনেড হামলায় নিহত ২৪ হত্যাকান্ডের রায়। বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে নিরাপত্তাজনিত কোন হুমকি নেই জানিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, রায় নিয়ে শঙ্কিত হওয়ার কারণ নেই, এটা মহামান্য আদালতের একটি স্বাভাবিক কার্যক্রম। এরপরও এই ঘটনার মাষ্টারমাইন্ডরা নৈরাজ্য করলে তা কঠোরভাবে নিয়ন্ত্রন করতে প্রস্তুত আছে পুলিশ। মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত ‘ডিএমপি শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, আগামীকাল ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়। এ রায়কে কেন্দ্র করে নিরাপত্তাজনিত কোন হুমকি নেই এবং নিরাপত্তা বিঘ্ন হওয়ার কোন সুযোগ নেই। এটা মহামান্য আদালতের একটা স্বাভাবিক কার্যক্রমের অংশ।নগরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন: রায়কে ঘিরে নিরাপত্তার কোন শঙ্কা নেই। নগরবাসীর জান-মালের নিরাপত্তা দিতে পুলিশ প্রস্তুত রয়েছে।

রায় উপলক্ষে পুলিশ সতর্ক রয়েছে জানিয়ে তিনি বলেন: আমাদের নজরদারি রয়েছে। এ রায়কে কেন্দ্র করে কোন স্বার্থান্বেষী মহল সহিংসতার চেষ্টা করলে তাদের কঠোর হাতে দমন করা হবে, কোন ধরনের অপতৎপরতা বরদাশত করা হবে না।ডিএমপি কমিশনার আরো বলেন: আমরা কোন পলিটিকস করি না, কিন্তু জনগণের জান-মাল রক্ষা করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। কেউ দেশের স্বাভাবিক নিরাপত্তা কেউ বিঘ্ন করার চেষ্টা করলে তাদেরকে কঠোরভাবে দমন করে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে। কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।

২০১৩-১৪ সালের জ্বালাও-পোড়াও, নৈরাজ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন: সেসময়ে যে সহিংসতা চালানো হয়েছিল সেই দিন শেষ। ২০১৩-১৪ সালের পুনরাবৃত্তির চেষ্টা করলে কঠোরহাতে দমন করা হবে।‘২০১৬ সালে বিদেশীদের হত্যা করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আমাদের পুলিশ সদস্যরা দেশের গণতন্ত্র বাধাগ্রস্থ হতে দেননি। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত জঙ্গিবিরোধী অনেকগুলো সফল অভিযান পরিচালনা করে আমরা সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছি।অনুষ্ঠানে ডিএমপি শিক্ষাবৃত্তির সনদ ও নগদ অর্থ ডিএমপি সদস্যদের হাতে তুলে দেন এবং এ বৃত্তি অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন ডিএমপি কমিশনার।