মাশরাফির ঝড়ো আঘাতে কাঁপছে লঙ্কানরা
স্পোর্টস ডেস্ক রিপোর্টার : বাংলাদেশ সময় তিনটায় শ্রীলঙ্কার রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। স্কোর: শ্রীলঙ্কা ৬ ওভার শেষে রান ২৬/১ রান।
শুরুতেই মাশরাফির আঘাত: ইনিংসের তৃতীয় ওভারেই লঙ্কান শিবিরে আঘাত হানেন মাশরাফি। টাইগার অধিনায়কের দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই পরাস্ত হন স্বাগতিক ওপেনার দানুসকা গুনাথিলাকা। মাশরাফির বলে স্কায়ার লেগ অঞ্চলে ক্যাচ তুলে দিলে দৌড়ে গিয়ে দারুণ দক্ষতায় সেটা লুফে নেন মুশফিকুর রহিম। সাজঘরে ফেরার আগে ১১ বলে ৯ রান করেন গুনাথিলাকা।
টস: বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে শ্রীলঙ্কার অধিনায়ক উপল থারাঙ্গা টস হেরে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে। একাদশে পরিবর্তন নেই: প্রথম ম্যাচের একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
একাদশ: মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশে পরিবর্তন: শ্রীলঙ্কা একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে। পেসার নুয়ান কুলাসেকারা, নুয়ান প্রদীপের সঙ্গে দলে এসেছে স্পিন অলর্উান্ডার দিলরুয়ান পেরেরা। একাদশের বাইরে লাহিরু কুমারা, সচিত পাথিরানা ও লাকশান সান্দাকান। থারাঙ্গা ২০০: শ্রীলঙ্কার ১২তম ক্রিকেটার হিসেবে আজ ২০০তম ওয়ানডে ম্যাচ খেলছেন উপল থারাঙ্গা।
১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজ জিতলেই সিরিজ জিতবে বাংলাদেশ। এর আগে দুই দল ৬টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল। ১টি ড্র বাদে বাকি ৫টি জিতে নিয়েছে শ্রীলঙ্কা।