• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

‘মানুষ মৌলিক অধিকার বঞ্চিত হচ্ছে’


প্রকাশিত: ১:৪৬ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৪৩ বার

 

স্টাফ রিপোর্টার : ইসলামী সমাজ এর আমীর হযরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে দুর্ভোগ ও অশান্তিতে কাল কাটাচ্ছে। সমাজ ও রাষ্ট্র পরিচালনায় মানুষের সার্বভৈৗমত্ব, আইন-বিধান ও কর্তৃত্ব’ই জাতীয় অনৈক্যের মূল কারণ।তিনি বলেন, মানুষের সার্বভৌমত্ব ও মানব রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকায় জাতির মানুষ দল ও উপদলে বিভক্ত এবং দুর্নীতি, সন্ত্রাস, ধর্ষণ ও উগ্রতা ইত্যাদি মানবতা বিরোধী অপরাধ ক্রমেই বেড়ে চলছে। তিনি বলেন, দেশ ও জাতির এ নাজুক পরিস্থিতিতে সকল মানুষের সার্বিক কল্যাণে আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত শান্তিপূর্ণ পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, এ লক্ষ্যেই “মানুষের নয়! সার্বভৌমত্ব আইন-বিধান ও নিরংকুশ কর্র্তৃত্ব একমাত্র আল্লাহর” এ মহা সত্যের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনের গুরুত্ব অপরিসীম।

১৫ ফেবরুয়ারী জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে “অনৈক্যের কারণ এবং সকল মানুষের সার্বিক কল্যাণে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যের গুরুত্ব ও উপায়” বিষয়ে অনুষ্ঠিত বিশেষ আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সংগঠনের আমীর সৈয়দ হুমায়ূন কবীর বলেন, ‘ইসলামী সমাজ’ শান্তিপূর্ণ পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার দাওয়াতি আন্দোলন চালিয়ে যাচ্ছে। দল, মত নির্বিশেষে সকলকে তিনি ইসলামের মৌলিক বিষয়গুলো গ্রহণ করে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মুহাম্মদ ইউসুফ আলীর পরিচালনায় ‘আলোচনা সভায়’ আরো বক্তব্য রাখেন, মুহাম্মাদ ইয়াছিন, সোলায়মান কবীর, আজমুল হক, সেলিম মোল্লা প্রমূখ।