• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

মানুষের মনুষত্ব না থাকায় সন্ত্রাস জঙ্গীবাদ বাড়ছে:ইসলামী সমাজ


প্রকাশিত: ৮:০২ পিএম, ৪ আগস্ট ১৮ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৯৫ বার

ডেস্ক রিপোর্টার : ইসলামী সমাজ এর আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, মানুষের জীবনে মানবতা ও মনুষত্ব বিলুপ্ত হয়ে যাওযায় হিংসা-প্রতিহিংসা এবং মানবতা বিরোধী অপতৎপরতা ক্রমেই বেড়ে চলছে। দুর্বলের উপর শক্তিমানের শোষন ও জুলুম ও অরাজকতায় দুর্নীতি, সন্ত্রাস ও নৈরাজ্য বিশ্বের মানুষের জীবনে অশান্তির মাত্রা বৃদ্ধি করছে।একই সঙ্গে ধর্মের নামেও সন্ত্রাস, উগ্রতা ও জঙ্গীবাদী অপতৎপরতার বিস্তার ঘটছে।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে ইসলামী সমাজের উদ্যোগে “বিশ্বব্যাপী অশান্তির মাত্রা ক্রমেই বৃদ্ধি- দেশে দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিস্তার এবং এসব সমস্যার সমাধানের উপায়” শীর্ষক আলোচনা সভায় ইসলামী সমাজের আমীর এসব কথা বলেন।তিনি বলেন, আল্লাহ বলেছেন “তিনিই জমীনে তোমাদের প্রতিনিধি বানিয়েছেন, (এমতাবস্থায়) যে কোনো ব্যক্তিই কুফ্রী করবে (প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবে না) তার কুফ্রী তার নিজের উপরই বর্তাবে;

কুফ্র কারীদের কুফ্রী কেবল তাদের রব্বের ক্রোধই বৃদ্ধি করে এবং কুফ্র কারীদের কুফ্রী তাদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না।ইসলামী সমাজের কেন্দ্রীয় নেতা মুহাম্মাদ ইয়াছিনের পরিচালনায়, এই আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- আবু জাফর মুহাম্মাদ ইকবাল, আকিক হাবিবুজ্জামান, সোলায়মান কবীর ও মুহাম্মাদ ইউসুফ আলী। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ইসলামী সমাজের বিভাগীয় সকল দায়িত্বশীলগণ।