• মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪

মাধবপুরে লম্পটদের তান্ডব-যুবককে বেঁধে বলৎকার-ভিডিও ইন্টারনেটে


প্রকাশিত: ৭:১৯ পিএম, ১৬ নভেম্বর ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৩৪৫ বার

 

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে এক যুবককে হাত পা বেঁধে বলৎকার করেছে তিন বখাটে। এ সময় ভিডিও ধারণ 11করা হয়। পরে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়া হয়। ঘটনার ৯ দিন পর ভিকটিমকে উদ্ধার করে বুধবার ডাক্তারী পরীক্ষা করিয়েছে পুলিশ। ওই যুবক বুধবার ২২ ধারায় ভিকটিম হবিগঞ্জ ৬ নম্বর আমলী আদালতের বিচারকের কাছে জবানবন্দী দিয়েছেন।

পুলিশ জানায়, ৮ নভেম্বর বিকাল ৪টার দিকে উপজেলার রাজনগর গ্রামের জারু মিয়ার ছেলে এনামুলকে (১৮) একই গ্রামের সেন্টু মিয়া, হারুন মিয়া ও মুখলেছ মিয়া একটি বেগুন ক্ষেতে নিয়ে এনামুলের হাত পা বেঁধে ফেলে। পরে পালাক্রমে এনামুলের ওপর পাশবিক নির্যাতন চালানো হয়।

এ সময় বখাটেরা ভিডিও চিত্র ধারণ করে। পরে তা ইন্টারনেটে ছেড়ে দেয়। লোক-লজ্জায় এনামুল ঘটনাটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু বখাটেদের ধারণকৃত ভিডিও ক্লিপিং এলাকায় লোকজনের কাছে ছড়িয়ে পড়ায় তার বাবা জারু মিয়া থানায় একটি মামলা করে।

মামলায় সেন্টু, হারুন ও মুখলেছকে আসামি করা হয়। মামলার পর তদন্ত কর্মকর্তা এসআই মমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বড়জালা বাজারে অভিযান চালিয়ে মুখলেছকে গ্রেফতার করে। মুখলেছকে কারাগারে পাঠিয়েছে আদালত। মাধবপুর থানার ওসি মোকতাদির হোসেন বলেন, মামলার অপর দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।