মাদকের স্বর্গরাজ্য গোদাগাড়ী-খামারবাড়িতে মিলল সাড়ে ৮ কোটির হেরোইন
রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার একটি খামারবাড়িতে অভিযান চালিয়ে ৮ কেজি ৪০০ গ্রাম হেরোইন জব্দ করেছে পুলিশ। কিন্তু কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় খামারবাড়ির মালিক ও কেয়ারটেকারের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল শনিবার রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত গোদাগাড়ী পৌর এলাকার মাদারপুর মহল্লার একটি খামারবাড়িতে অভিযান চালায় গোদাগাড়ী থানা-পুলিশ। পুলিশ জানায়, জব্দ করা হেরোইনের আনুমানিক বাজার মূল্য ৮ কোটি ৪০ লাখ টাকা। মাদক জব্দের ঘটনায় খামারবাড়ির মালিক মাদারপুর মহল্লার ফরিদুল ইসলাম (২৭) ও বাড়ির কেয়ারটেকার মহিশালবাড়ী গ্রামের সোহেল রানার (৩০) বিরুদ্ধে মামলা করা হয়েছে।
হেরোইনের চালান জব্দের পর আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলন করেন রাজশাহীর পুলিশ সুপার সাইফুর রহমান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা মহল্লায় অভিযান চালিয়ে এ হেরোইন জব্দ করা হয়। ওই খামারবাড়ির মালিক ও তাঁর কেয়ারটেকার পালিয়ে গেছেন।
সাইফুর রহমান বলেন, খামারবাড়ির মালিক ফরিদুল ইসলাম নামের এক ব্যক্তি। ভারত থেকে হেরোইন এনে তিনি দেশের বিভিন্ন জায়গায় পাচারের জন্য বাজারের ব্যাগে বালুর স্তূপের মধ্যে মজুত করে রেখেছিলেন। ওই খামারবাড়িতে অভিযান চালানোর সময় ফরিদুল ও কেয়ারটেকার সোহেল রানা কৌশলে পালিয়ে যান। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। তিনি বলেন, ফরিদুল ও সোহেল চিহ্নিত মাদক কারবারি। তাঁদের বিরুদ্ধে আগেও মাদকের মামলা হয়েছে। জামিনে বের হয়ে আবার মাদক কারবারে জড়িয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) সোহেল রানা, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই ও গোদাগাড়ী মডেল থানার ওসি আবদুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।
ওসি আবদুল মতিন বলেন, বাড়িটি মূলত ছাগল, গাড়ল, খরগোশের খামার। গরুর জন্য শেড থাকলেও গরু ছিল না। খামারবাড়ির ভেতরে উঠানের মধ্যে বালুর স্তূপে বেশ কয়েকটি পলিব্যাগে হেরোইন ছিল। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তাঁরা খামারবাড়ির মালিক ও কেয়ারটেকারকে ধরতে অভিযান চালাচ্ছেন।