• বুধবার , ১৫ জানুয়ারী ২০২৫

মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন


প্রকাশিত: ৯:০৬ পিএম, ৫ মার্চ ২৩ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৯২ বার

ডেস্ক রিপোর্ট : দেশের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে কর্মরত প্রশাসনিক কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির ৬০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

এর আগে গত বছরের ২৬ নভেম্বর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনির্য়াস বাংলাদেশ (আইডিইবি) মিলায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় ঢাকা ডিসি কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা এস এম জাহিদুল ইসলাম সভাপতি ও চট্টগ্রাম ডিসি কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ মহাসচিব নির্বাচিত হন।

পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন সাভার উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো: খালিদ হোসেন। এ ছাড়া গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের মো: ইদ্রিস আলী সরদার অতিরিক্ত মহাসচিব, ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের মো: বদরুল আলম সাংগঠনিক সম্পাদক, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের নাসির আহাম্মদ তালুকদার অর্থ সম্পাদক, মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের মো: মাসুদুর রহমান দপ্তর সম্পাদক এবং প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের মো: ইকবাল হোসেন।