• বৃহস্পতিবার , ২ মে ২০২৪

মশাল কাড়াকাড়ি-বাদলের দাবি ইনু-শিরিন নৌকায় উঠে গেছে-এখন মশাল জাসদের


প্রকাশিত: ৭:০২ পিএম, ৬ এপ্রিল ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ২০২ বার

 

বিশেষ প্রতিবেদক : জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কার্যকরী সভাপতি মঈন উদ্দীন খান বাদল enu-jasod-www.jatirkhantha.com.bdবলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সংসদ সদস্য শিরিন আক্তার নৌকায় উঠে গেছেন। মশাল (জাসদের প্রতীক) আমার, যারা মশাল নিয়ে লড়াই করে নির্বাচিত হয়েছেন তাদের কাছ থেকে কেউ ‘মশাল’ কেড়ে নিতে পারবে না।

jasod-www.jatirkhantha.com.bdআজ বুধবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জাসদে ভাঙনের পর দলীয় প্রতীক নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে আজ পৃথক পৃথকভাবে দুই পক্ষে উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় প্রথমে শুনানিতে অংশ নিয়েছে হাসানুল হক ইনু ও শিরিন আক্তার। দ্বিতীয় শুনানিতে অংশ নেন মঈন উদ্দীন খান বাদলের নেতৃত্বাধীন অন্য অংশটি। বিকেল ৩ টায় ইসিতে আসেন মঈন উদ্দীন খান বাদল, শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক। শুনানি শেষে বাদল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।