মন্ত্রী জনগনের বন্ধু-তাই কোলে চড়ে বন্যাদর্শন করলেন তিনি!
ডেস্ক রিপোর্ট : মন্ত্রী জনগনের বন্ধু-তাই কোলে চড়ে বন্যাদর্শন করলেন তিনি ! ভারতের বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যদি কোনো মুখ্যমন্ত্রী যান, তাহলে তার ছবি তোলার বিষয়টা খুবই স্বাভাবিক।কিন্তু অস্বাভাবিক তখনই যখন কোনো মন্ত্রী ভাবেন যে, তিনি হেঁটে নয়, কোলে চড়ে সেসব এলাকা দেখবেন।
এমনই ঘটনা ঘটেছে দেশটির মধ্য প্রদেশে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বন্যাকবলিত এলাকা পরিদর্শনের যে ছবি প্রকাশ পেয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ, নতুন বিতর্ক।টুইটারে এ নিয়ে রসিকতাও করছেন অনেকে।
সোমবার রাজ্যের পান্না জেলার আমানগঞ্জ তেহসিল এলাকা পরিদর্শনে যান শিবরাজ সিং চৌহান। এ সময় দুই পুলিশ সদস্য তাকে কোলে করে পানি পার করে দেন; এমন ছবি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের শুরু হয়।
ভারতের বিভিন্ন এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বা বিজেপি শাসিত এই মধ্য প্রদেশে বন্যায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।হাজার হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। আর এর মধ্যেই মুখ্যমন্ত্রীর এমন ছবি জনমনে ক্ষোভ তৈরি করেছে।