• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

মঙ্গলে পানি মিলেছে-মানুষ যাওয়ার আশা বাড়ল: নাসা


প্রকাশিত: ২:৩৫ এএম, ২৯ সেপ্টেম্বর ১৫ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৪৬ বার

Mongol -water-www.jatirkhantha.com.bdঅনলাইন ডেস্ক রিপোর্টার:   মঙ্গল গ্রহে তরল পানির অস্তিত্ব খুঁজে পাওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। এ ঘোষণার ফলে একদিন লাল এই গ্রহটিতে মানুষ যেতে পারবে—এমন আশা জোরালো হচ্ছে। পূর্ব ঘোষণা অনুযায়ী, বাংলাদেশের স্থানীয় সময় আজ সোমবার রাত সাড়ে নয়টায় নাসার কর্মকর্তারা সংবাদ সম্মেলনে এ কথা বলেন। সিএনএনের খবরে এ কথা বলা হয়েছে।

সোমবার লাল গ্রহের পৃষ্ঠে তরল পানির অস্তিত্ব খুঁজে পাওয়ার এ ঘোষণা দেয় নাসা। এ বিষয়ে নাসা ‘মার্স মিসট্রি সলভড্’ বা ‘মঙ্গলের রহস্য উন্মোচিত’ শিরোনামে একটি বিবৃতি প্রকাশ করে।এ ব্যাপারে নাসার সহযোগী প্রশাসক জন গ্রাসফিল্ড বলেন, মঙ্গলে তরল লবণাক্ত পানির অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। এতে গ্রহটিতে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা আছে।

তবে কোথা থেকে কীভাবে পানি এল—এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি নাসার গবেষকেরা।এ বছরের শুরুর দিকে নাসার পাঠানো কিউরিওসিটি রোভার মঙ্গলের পৃষ্ঠের কাছাকাছি তরল পানি খুঁজে পেয়েছিল। এই আবিষ্কারের পর মঙ্গল গ্রহ যে একেবারেই ঠান্ডা ও শুষ্ক সে ধারণা থেকে সরে আসেন গবেষকেরা। বিজ্ঞানীরা মনে করেন, মঙ্গলের পৃষ্ঠে এক ধরনের লবণের অস্তিত্ব আছে যা তরল পানিকে ফ্রিজিং পয়েন্টের নিচে একটি অবস্থায় যেতে সাহায্য করে।
গবেষকেরা মঙ্গলগ্রহের মেরু ও বেল্ট গ্লেসার অঞ্চলে হিমায়িত পানি থাকতে পারে বলে মনে করেন। তবে এবারের আবিষ্কারটি তরল পানির বড় আকারের ঝরনা হতে পারে যাতে জীবন ধারণ সম্ভবপর হতে পারে।

এক্সপ্লোর মার্স নামের একটি অলাভজনক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ক্রিস কারবেরি বোস্টন হেরাল্ডকে জানিয়েছেন, পানির সন্ধান পাওয়া গেলে ভবিষ্যৎ নভোচারীদের পানি ও অক্সিজেনের উৎস হিসেবে তা কাজে লাগবে। এখানে পানি থাকার অর্থ সেখানে তাপের কোনো উৎস রয়েছে যা পানিকে তরল করে রাখে। পৃথিবীতে যেমন পানি ও তাপ থাকলে সেখানে প্রাণ থাকার শতভাগ সম্ভাবনা থাকে। মঙ্গলেও সে সম্ভাবনা দেখা দিতে পারে।