• রোববার , ২৪ নভেম্বর ২০২৪

মক্কা মসজিদে হামলাকারীদের খালাস দিয়ে বিচারকের পদ্যতাগ


প্রকাশিত: ১:৩৭ পিএম, ১৭ এপ্রিল ১৮ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৬৫ বার

ডেস্ক রিপোর্টার: সোমবার ভারতের হায়দরাবাদের মক্কা মসজিদে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্তদের সকলকে খালাস দিয়েছিলেন বিচারক রাভিন্দর রেড্ডিবিচারক। এই রায়ের কয়েক ঘণ্টা পরেই পদত্যাগ করেছেন ওই মামলার বিচারক। তাঁর নাম রাভিন্দর রেড্ডি। ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি। তিনি মেট্রোপলিটন সেশনস জজের হাতে পদত্যাগপত্র দাখিল করেছেন।

মক্কা মসজিদ বিস্ফোরণের ঘটনা ভারতে গেরুয়া সন্ত্রাস বলে পরিচিত। গতকাল সোমবার যথেষ্ট তথ্যপ্রমাণের অভাবে পাঁচজনকে বেকসুর খালাস দেন হায়দরাবাদের বিশেষ আদালত। আদালতের রায়ে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের বেকসুর খালাস দেওয়া হচ্ছে। জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে। গত ১১ বছরে আদালত ২০০ জনের সাক্ষ্য নেন এবং ৪০০ তথ্য প্রদর্শিত হয়।
মক্কা মসজিদ বিস্ফোরণ মামলার রায় ঘিরে বিক্ষোভ। সোমবার হায়দরাবাদে(ইনসেটে স্বামী অসীমানন্দ)তর্কাতর্কি: মক্কা মসজিদ বিস্ফোরণ মামলার রায় ঘিরে বিক্ষোভ। সোমবার হায়দরাবাদে (ইনসেটে স্বামী অসীমানন্দ)

এদিকে, পদত্যাগের পর ওই বিচারক জানিয়েছেন, বিচারের সঙ্গে তাঁর পদত্যাগের সম্পর্ক নেই। তিনি অনেক আগে থেকেই পদত্যাগের কথা ভাবছিলেন।প্রসঙ্গত, ২০০৭ সালের ১৮ মে হায়দরাবাদের মক্কা মসজিদে শুক্রবার জুম্মার নামাজ চলাকালে বিস্ফোরণে নয়জন নিহত হন। সেই ঘটনায় আহত হন ৫৮ জন। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন গেরুয়াধারী সন্ন্যাসী অসীমানন্দ। তিনি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সাবেক সদস্য।