• বুধবার , ১৫ জানুয়ারী ২০২৫

ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে-কিছু কুলাঙ্গার বদনাম করছে মিথ্যা বলে বেড়াচ্ছে-প্রধানমন্ত্রী


প্রকাশিত: ৩:১৭ এএম, ৬ জুন ২৩ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৪৩ বার

বিশেষ প্রতিনিধি : ভোটে নানা চক্রান্ত-ষড়যন্ত্র হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, আগামী নির্বাচন একটা চ্যালেঞ্জ। গণভবনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সোমবার মতবিনিময়ের সময় তিনি বলেন, দেশে স্থিতিশীল গণতান্ত্রিক একটা পরিবেশ আছে বলেই কিন্তু আজকে বাংলাদেশের এই উন্নতিটা সম্ভব হয়েছে।

‘আগামী নির্বাচন..এই নির্বাচনটাও একটা চ্যালেঞ্জ। কারণ নানা ধরণের চক্রান্ত ষড়যন্ত্র হয়।’  শেখ হাসিনা বলেন, ‘আর বাংলাদেশের মানুষের জীবন যখনই একটু উন্নত হয় তখনই এই বাংলাদেশেরই কিছু কুলাঙ্গার আছে, যারা বাংলাদেশের বিরুদ্ধে সব জায়গায় বদনাম করছে মিথ্যা বলে বেড়াচ্ছে।

‘তারা যেমন আছে তেমনি তাদের আওলাদ-বুনিয়াদ আছে। এরাই কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করেই যাচ্ছে।’ এ সময় ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির একতরফা নির্বাচন,২০০১ সালের কারচুপির নির্বাচন ও এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার তৈরির ইতিহাস তুলে ধরে শেখ হাসিনা বলেন, বিএনপি গণতন্ত্রের হত্যাকারী।

‘যারা মিলিটারি ডিক্টেটরের হাতে তৈরি করা দল, তাদের মুখে গণতন্ত্রের ছবক শুনতে হয়, ভোটের কথা শুনতে হয়। ভোট চুরি করাই যাদের অভ্যাস, সেই চোরদের কাছ আমরা বাংলাদেশের জনগণ কী শুনবে, কী দেখবে? এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতারা দেখা করেন প্রধানমন্ত্রীর সাথে। শেখ হাসিনা বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ।

এদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সকালে গণভবন চত্বরে একটি ফলের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। বিশ্বজুড়ে খাদ্যের দাম বাড়ায় যে সংকট তৈরি হয়েছে, দেশে যাতে তেমনটা না হয় সেজন্য কোন জমি অনাবাদী না রাখার আহবান জানান তিনি।জলবায়ুর অভিঘাত থেকে দেশকে রক্ষায় সরকার ডেল্টা প্লানের বাস্তবায়ন শুরু করেছে বলেও জানান প্রধানমন্ত্রী।