• রোববার , ২৯ ডিসেম্বর ২০২৪

ভুয়া বীজ দেখিয়ে প্রতারণা ৪ বিদেশিসহ ৫ জন রিমান্ডে


প্রকাশিত: ৯:১৯ পিএম, ৩ জুন ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৭৫ বার

স্টাফ রিপোর্টার  :  ভুয়া বীজ দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনার মামলায় চার বিদেশিসহ পাঁচ Bij crime-www.jatirkhantha.com.bdআসামিকে রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত।  শুক্রবার ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

যে আসামিদের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর হয়েছে তারা হলেন: সৈয়দ তাসলিম সাদাত ওয়াসতি (২০), নাইজেরিয়ান নাগরিক মাদুবুকে অনিয়াকাচি (২৬), নওসু চিমিজি আলবিনুস (৪৫), ওপারা ম্যাকডোনাল্ড ও মাদুবুকে ক্রিশ্চিয়ান উচেনা (৩০)। এ ছাড়া সায়েমা সাইদুর ওরফে বৃষ্টি ওরফে সোনিয়া নামের এক নারী আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়, মেহেদী হাসান নামের এক লোকের সঙ্গে মামলার আসামি তাসলিম ও সায়েমার সঙ্গে গত মার্চ মাসে পরিচয় হয়। এরপর আসামিরা বাদী মেহেদী হাসানকে বলেন, কয়েকজন বিদেশি নাগরিক বাংলাদেশে গাছের ব্যবসা করছে। এতে অনেক লাভ রয়েছে। পরে বীজও দেখায় মেহেদীকে।

আসামিরা আরও বলে, এই বীজ আয়ুর্বেদিক ওষুধ কোম্পানিতে বিক্রি করলে তাতে অনেক লাভ হবে। আসামিদের এমন কথা বিশ্বাস করে, বিদেশিদের কাছ থেকে বীজ কেনার জন্য দেড় লাখ টাকা পরিশোধ করেন মেহেদী। টাকার বিনিময়ে দেওয়া বীজগুলো পরীক্ষা করে মেহেদী দেখতে পান, বাস্তবে এসব বীজ ভুয়া।

এ ঘটনায় গত বুধবার র‍্যাবের সঙ্গে যোগাযোগ করলে র‍্যাব অভিযান চালিয়ে মোহাম্মদপুর এলাকা থেকে আসামিদের গ্রেফতার করে।র‌্যাব আরও জানায়, বুধবার ক্রেতা সেজে সৈয়দ তাসলিম সাদাত ওয়াসতি ও সায়েমা সাইদুর ওরফে বৃষ্টি ওরফে সোনিয়াকে মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

এ সময় বাসার মূলগেটের সামনে ফুটপাত থেকে ২৪টি বীজ উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে নাইজেরিয়ার নাগরিক মধুবুকি ওনিয়া, এনসু ছাইমেজি, মেক ডোলান্ড ও মাধুবুকি খ্রিস্টানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা অনলাইনে মনোলোভা বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতা সংগ্রহ করে ভূয়া পণ্য বিক্রি করে আসছিল। অনেক ভুক্তভোগী র‌্যাবের কাছে লিখিত অভিযোগে বলেছেন, এ বীজ বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ কোম্পানিতে বিক্রি করলে প্রচুর লাভ হবে- এই প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বীজ দেয়।