• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

ভিপি নুরের একাত্মতা-উজ্জিবিত শিক্ষার্থীরা


প্রকাশিত: ৫:৪৯ পিএম, ১৯ মার্চ ১৯ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৬১ বার

 

স্টাফ রিপোর্টার : বেপরোয়া বাস চাপায় বিইউপি’র শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে চলা শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছেন ঢাকসুর ভিপি নুরুল হক নুর। তিনি এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজের পক্ষ থেকেও একাত্মতা প্রকাশ করেন। আজ বিকাল পৌনে পাঁচচার দিকে প্রগতি স্মরনিতে চলা শিক্ষার্থীদের বিক্ষোভস্থলে যান নুর।

তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি বলেন, এর আগে নর্থ সাউথ, ইস্ট-ওয়েস্টসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে হামলা করা হয়েছে। শিক্ষার্থীদের রক্তাক্ত করা হয়েছে। তিনি বলেন, বিভিন্ন মহল থেকে এরই মধ্যে শান্তিপূর্ণ আন্দোলন বানচালের চেষ্টা চলছে। ষড়যন্ত্র হচ্ছে। শান্তিপূর্ণ আন্দোলনে আঘাত করা হলে দাঁতভাঙ জবাব দেবে ছাত্র সমাজ।

সকালে বিইউপির শিক্ষার্থী আবরার সুপ্রভাত বাসের চাপায় মারা যান। ঘটনার পরপরই ওই বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামেন। তাদের দাবি পুরনের আশ্বাস নিয়ে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম ঘটনাস্থলে গেলেও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।