• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

ভারতের কোচ হলেন অনিল কুম্বলে


প্রকাশিত: ৮:৩৩ পিএম, ২৩ জুন ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৭০ বার

 
স্পোর্টস রিপোর্টার ; আগামী এক বছরের জন্য ভারতের কোচের দায়িত্ব পেয়েছেন দেশটির সাবেক 1ক্রিকেটার অনিল কুম্বলে। খবর এনডিটিভির।

দলটির কোচ হওয়ার দৌড়ে দেশী ও বিদেশী রথি-মহারথিরা থাকলেও শেষ পর্যন্ত কুম্বলেই হয়েছেন দলটির কোচের দায়িত্ব।এর আগে কোচ হওয়ার তালিকায় দেশী-বিদেশী বেশ কয়েকজনের নাম থাকলেও শেষ পর্যন্ত দৌড়ে টিকে ছিলেন অনিল কুম্বলে ও রবি শাস্ত্রী।

কোচ নিয়োগের বিষয়ে সৌরভ গাঙ্গুলী, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণদের সমন্বয়ে গঠিত উপদেষ্টা কমিটি কুম্বলের নাম প্রস্তাব করেন।
উপদেষ্টা কমিটি বৈঠকে দেশটির টেস্ট অধিনায়ক বিরাট কোহলির সঙ্গেও বৈঠক করে।কোহলির সঙ্গে শাস্ত্রীর দুর্দান্ত সম্পর্কের ব্যাপারটি অনেকেই জানেন। তিনিও সমর্থন করেন কুম্বলেকে।