ভারতকে বিধ্বস্তকারী ওয়েস্ট ইন্ডিজের এক মহা ভাগ্যবান নায়ক সিমন্স – জাতিরকন্ঠ/www.jatirkhantha.com.bd
  • সোমবার , ২৭ জানুয়ারী ২০২৫

ভারতকে বিধ্বস্তকারী ওয়েস্ট ইন্ডিজের এক মহা ভাগ্যবান নায়ক সিমন্স


প্রকাশিত: ১২:৩২ এএম, ১ এপ্রিল ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৯১ বার

আসমা খন্দকার   :   ভারতকে বিধ্বস্তকারী ওয়েস্ট ইন্ডিজ দলে হঠাৎ করেই নায়ক বনে গেলেন সিমন্স। অথচ চোটের somons-www.jatirkhantha.com.bd-কারণে বিশ্বকাপ দলেই তাঁর থাকারই কথা ছিল না, তিনিই হয়ে গেলেন ওয়ার্ল্ড টি২০ এর এক মহা ভাগ্যবান নায়ক । তবে ৫১ বলে ৮২ রানের ইনিংসটার জন্য সিমন্স নিশ্চয় ভাগ্যের কথাই সবার আগে বলবেন।

ভাগ্য নয় তো কী ? ১৮ রানে অশ্বিনের বলে বুমরা তাঁর দারুণ একটা ক্যাচ নিয়েছিলেন। কিন্তু দেখা গেল বলটা নো। ৫০ রানের সময় আরও একবার পান্ডিয়ার বলে ক্যাচ দিলেন, পরে দেখা গেল সেটিও নো বল।

1এখানেই শেষ নয়, ৬৯ রানের মাথায় বুমরার বলটা আবার উড়িয়ে মারতে গেলেন। কোহলি-জাদেজা মিলে দারুণভাবে সেটিকে ক্যাচ বানিয়ে ফেললেন। কিন্তু পরে দেখা গেল, কোহলির পা সীমানাদঁড়ি ছুঁয়েছে। ছয়!

সিমন্স যদি হন একিলিস, তাহলে পার্শ্বনায়ক ওডিসিয়াস অবশ্যই আন্দ্রে রাসেল। ২০ বলে ৪৩ রানের দুর্দান্ত ওই ইনিংস না খেললে ওয়েস্ট ইন্ডিজ ২ বল বাকি থাকতে জয় পায় না।